সুপারস্টার সিঙ্গার

সুপারস্টার সিঙ্গার হচ্ছে একটি গানভিত্তিক রিয়্যালিটি অনুষ্ঠান, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে ২ হতে ১৫ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে থাকে।[২]

সুপারস্টার সিঙ্গার
ধরনআপাতবাস্তব
উন্নয়নকারীটিসিটি এবং স্টুডিও নেক্সট প্রোডাকশন
সৃজনশীল পরিচালকনীরজ শর্মা[১]
উপস্থাপক
বিচারক
আবহ সঙ্গীত রচয়িতাহিমেশ রেশামিয়া
উদ্বোধনী সঙ্গীত"সুপারস্টার সিঙ্গার"
সমাপনী সঙ্গীত"সুপারস্টার সিঙ্গার"
মূল দেশভারত ভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা৩০
নির্মাণ
ক্যামেরা সেটআপবহু-ক্যামেরা
ব্যাপ্তিকাল৯০ মিনিট
নির্মাণ কোম্পানিফ্রেমস প্রোডাকশন
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া
মুক্তি
মূল নেটওয়ার্কসনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন
ছবির ফরম্যাটএইচডিটিভি ১০৮০আই
৫৭৬আই
মূল মুক্তির তারিখ২৯ জুন ২০১৯ (2019-06-29) –
৬ অক্টোবর ২০১৯ (2019-10-06)
বহিঃসংযোগ
Superstar Singer
প্রোডাকশন ওয়েবসাইট

অডিশন সম্পাদনা

২০১৯ সালের ১৩রা মার্চ তারিখে এই অনুষ্ঠানে প্রচারমূলক ভিডিও প্রকাশিত হয়েছিল এবং দেশের বিভিন্ন শহর জুড়ে একই বছরের ২৩শে মার্চ তারিখ হতে থেকে অডিশন শুরু হয়েছিল; যা ২০১৯ সালের ২১শে এপ্রিল তারিখে শেষ হয়েছিল।

বিচারকগণ সম্পাদনা

প্রথম আসরের জন্য, এই অনুষ্ঠানটি হিমেশ রেশামিয়া, জাভেদ আলী এবং অলকা ইয়াগনিক বিচারকার্যের দায়িত্বে ছিলেন।

২০১৯ সালের ২৯শে জুন তারিখে এই অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারিত হয়েছে।[৩][৪][৫]

প্রশিক্ষক সম্পাদনা

প্রথম আসরের জন্য বিচারকদের পাশাপাশি আরও চারজন প্রশিক্ষক/অধিনায়ক ছিল; যারা প্রতিযোগীদের আরও ভাল পারফরম্যান্সের জন্য প্রশিক্ষণ দিতে এসেছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা