সুন্নত নামাজ

আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে আদায় করা অতিরিক্ত নামায। যা আদায় করা বাধ্যতামূলক না হলেও আদায
(সুন্নাত নামাজ থেকে পুনর্নির্দেশিত)

সুন্নাত নামায বলতে সাধারণত দৈনিক ১৭ রাকআত ফরয ব্যতীত অন্যান্য সকল নামাযকে বুঝানো হয়। তবে, এখন শুধুমাত্র পাঁচ ওয়াক্তের ফরয নামাযগুলোর আগে - পরের নামাযগুলোকে সুন্নাত নামায বলা হয়। যদিও, সুন্নাত নামাযের সংখ্যা এই দৈনিক সুন্নাত নামাযসমূহের মাঝে সীমাবদ্ধ নয়। এগুলোর বাইরেও অনেক সুন্নাত নামায রয়েছে। যেমন: তাহিয়াতুল ওযূ, তাহিয়াতুল মসজিদ, সূর্য ও চন্দ্রগ্রহণের নামায। এখানে উল্লেখ্য যে, ফরয নামাযসমূহ ও বিতর নামায যেমন আল্লাহর হুকুমে নবী (সা:) পড়েছেন, ঠিক তেমনিই সুন্নাত নামাযগুলোও নবী (সা:) আল্লাহর হুকুমে পড়েছেন।

সুন্নাত নামাযসমূহ সম্পাদনা

১। সুন্নাত নামাযসমূহের মাঝে সবচেয়ে পরিচিত সুন্নাত নামাযসমূহ হলো ঐসব নামায যেগুলো ফরয নামাযের আগে - পরে পড়া হয়। এগুলোকে সালাতে রাগেবাও বলা হয়। ক. ফজরের ফরযের পূর্বের দুই রাকআত নামায। খ. যোহরের ফরযের পূর্বের চার রাকআত নামায এবং ফরযের পরের দুই রাকআত। গ. মাগরিবের ফরযের পরের দুই রাকআত। ঘ. ইশার ফরযের পরের দুই রাকআত।

২। এগুলো ছাড়াও, ওযূ করার পরের দুই রাকআত নামায বা তাহিয়াতুল ওযূ।

৩। মসজিদে প্রবেশকালীন সময়ে দুই রাকআত নামায বা তাহিয়াতুল মসজিদ।

৪। সালাতুল কুসূফ ও খুসূফ বা চন্দ্র ও সূর্যগ্রহণের নামায।

৫। তাহাজ্জুদের নামায।

৬। ইশরাকের নামায প্রভৃতি।

এগুলো ছাড়াও আরও কিছু সুন্নাত নামায রয়েছে।

আরও দেখুন সম্পাদনা