সুনেত্র গ্যাসক্ষেত্র
সুনেত্র গ্যাসক্ষেত্র বাংলাদেশের সুনামগঞ্জ-নেত্রকোণায় অবস্থিত একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।[১] এটি বাপেক্স-এর নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান।[২]
অবস্থান
সম্পাদনাসুনেত্র গ্যাসক্ষেত্রের অবস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা জুড়ে।[১] এটি ছাতক গ্যাসক্ষেত্র থেকে ৫৯ কিমি দক্ষিণ-পশ্চিমে এবং বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে ৬৯ কিমি উত্তর-পশ্চিমে সুরমা বেসিনের পশ্চিম প্রান্তে অবস্থিত।[৩]
আবিষ্কার
সম্পাদনা২০০৯-১০ সালে বাপেক্স সুনামগঞ্জ-নেত্রকোণা জেলায় মোট ২৫৯ কিলোমিটার এলাকায় দ্বি-মাত্রিক ভূ-কম্পন জরিপের মাধ্যমে এই গ্যাসক্ষেত্রটি চিহ্নিত করে।[১]
খনন ও কূপ
সম্পাদনা২০১২ সালের ১০ অগাস্ট হতে[২] শুরু করে ২০১৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৪,৪৯৯ মিটার গভীর কূপ খনন করেও গ্যাসের কোন ‘সিমটম’ না-পাওয়ায় এখানকার কূপ খনন বন্ধ করে দেয়া হলেও পরবর্তীতে আবারও এই গ্যাসক্ষেত্রে কূপ খনন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।[১]
মজুদ ও উত্তোলন
সম্পাদনাআনুমানিক মজুদের হিসাবে এটি বাংলাদেশের একটি অন্যতম বৃহদাকৃতির গ্যাসক্ষেত্র।[২] বাপেক্সের হিসাব অনুযায়ী, এখানে মোট গ্যাসের মজুদ ২.৪৭ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)।[১]
বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমানে এই গ্যাসক্ষেত্রটিতে কোনো উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে না; বরং কিছু কূপ খননের পর তাতে ধারণাগত পরিমাণ গ্যাস না-পাওয়ায় খনন কার্য বন্ধ রাখা হয়েছে।[১]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "৮ বছরেও সুনেত্র গ্যাস ক্ষেত্র স্বপ্ন দেখায়নি"। দৈনিক সুনামগঞ্জের খবর। ২১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "সম্ভাবনাময় সুনেত্রয় গ্যাস অনুসন্ধানে খনন শুরু"। বিবিসি। ১০ অগাস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
- ↑ "সম্ভাবনার "সুনেত্র": আশা ও আশঙ্কা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - অনলাইন ভার্সন। ১৫ সেপ্টেম্বর ২০১১। ৩০ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- মতামত : সম্ভাবনার “সুনেত্র”: আশা ও আশঙ্কা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জুলাই ২০১৯ তারিখে - গবেষক কল্লোল মোস্তফা-এর প্রতিবেদন।