সুদান (অঞ্চল)
সুদান পূর্বে ইথিওপীয় উচ্চভূমি থেকে পশ্চিমে মালি হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত একটি প্রশস্ত ক্রান্তীয় সাভানা তৃণভূমি বলয় অঞ্চল। অঞ্চলটির উত্তরে সহিল ও সাহারা মরুভূমি, আর দক্ষিণে অরণ্য-সাভানার একটি মিশ্র অঞ্চল যা আরও দক্ষিণে নিরক্ষরেখার কাছে অবস্থিত গিনীয় ও কঙ্গোলীয় অরণ্যতে মিশে গেছে। ক্যামেরুনীয় উচ্চভূমি সুদান অঞ্চলকে পূর্ব ও পশ্চিম --- এই দুই ভাগে ভাগ করেছে।
সুদান অঞ্চলে সহিল অঞ্চলের চেয়ে বেশি বৃষ্টিপাত হয় বলে এটি কৃষিকাজের জন্য বেশি উপযোগী। এখানকার ঘাসগুলিও সহেল অঞ্চলের চেয়ে বেশি লম্বা হয়।
সুদান নামটি আরবি বিলাদ-আস-সুদান থেকে এসেছে যার অর্থ কৃষ্ণাঙ্গদের দেশ।