সুজান ডাউনি
সুজান নিকলে ডাউনি (ইংরেজি: Susan Nicole Downey) (জন্ম: ৬ নভেম্বর, ১৯৭৩)[১] হলেন একজন আমেরিকান চলচ্চিত্র প্রযোজক। ফেব্রুয়ারি ২০০৯ সাল পর্যন্ত, তিনি 'ডার্ক ক্যাস্টেল ইন্টারটেনমেন্ট' এবং 'সিলভার পিকচারস' এর উৎপাদন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এছাড়াও তিনি জোয়েল সিলভার প্রোডাকশন কোম্পানির কো-সভাপতি ছিলেন, কিন্তু তিনি তার স্বামী রবার্ট ডাউনি জুনিয়র এর সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে জোরদার কাজ করতে নেমেছেন।[২] দম্পতি তাদের নিজস্ব প্রযোজনা সংস্থা অধিকারী টীম ডাউনি গঠন করেছেন।
সুসান ডাউনি | |
---|---|
জন্ম | সুজান নিকলে লেভিন ৬ নভেম্বর ১৯৭৩ |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া |
পেশা | চলচ্চিত্র প্রযোজক |
কর্মজীবন | ১৯৯৫–বর্তমান |
উপাধি | প্রেসিডেন্ট (নির্বাহী), টিম ডাউনি |
দাম্পত্য সঙ্গী | রবার্ট ডাউনি জুনিয়র (বি. ২০০৫) |
সন্তান | ২ |
প্রথম জীবন
সম্পাদনাসুসান ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার মা 'রোজি' একজন অভিভাবক-শিক্ষক সমিতির সদস্য ছিলেন এবং তার বাবা 'এলিয়ট লেভিন' একজন ব্যবসায়ী।[৩] তিনি মাত্র ১২ বছর বয়সে চলচ্চিত্র ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন।[১] তিনি ১৯৯১ সালে 'স্কাউম্বারগ উচ্চ বিদ্যালয়' থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।[৪] তিনি একজন ইহুদি।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাচলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপ্রয়োজক
সম্পাদনাসাল | চলচ্চিত্র | টীকা |
---|---|---|
২০০২ | ঘোস্ট শীপ | সহ-প্রযোজক; সুজান লেভিন হিসেবে ক্রেডিট করা হয়েছে |
২০০৩ | ক্র্যাডেল টু দ্য গ্রেভ | সহ-প্রযোজক; সুজান লেভিন হিসেবে ক্রেডিট করা হয়েছে |
২০০৩ | গোথিকা | প্রযোজক; সুজান লেভিন হিসেবে ক্রেডিট করা হয়েছে |
২০০৫ | হাউজ অব ওয়াক্স | প্রযোজক; সুজান লেভিন হিসেবে ক্রেডিট করা হয়েছে |
২০০৫ | কিস কিস ব্যাং ব্যাং | নির্বাহী প্রযোজক; সুজান লেভিন হিসেবে ক্রেডিট করা হয়েছে |
২০০৭ | দ্য রীপিং | প্রযোজক |
২০০৭ | দ্য ইনভেসন | নির্বাহী প্রযোজক |
২০০৭ | দ্য ব্রেভ ওয়ান | প্রযোজক |
২০০৮ | রকএনরোলা | প্রযোজক |
২০০৯ | ওরফান | প্রযোজক |
২০০৯ | হোয়াইটআউট | প্রযোজক |
২০০৯ | শার্লক হোমস | প্রযোজক |
২০১০ | দ্য বুক অব এলী | নির্বাহী প্রযোজক |
২০১০ | ডিউ ডেট | নির্বাহী প্রযোজক |
২০১০ | আয়রন ম্যান টু | নির্বাহী প্রযোজক |
২০১১ | আননোউন | নির্বাহী প্রযোজক |
২০১১ | শার্লক হোমসঃ এ গেম অব শ্যাডোস | প্রযোজক |
২০১৪ | দ্য জাজ | প্রযোজক |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Kimberly Cutter (ডিসেম্বর ৯, ২০০৯)। "Susan Downey: Iron Woman"। Harpers Bazaar। সংগ্রহের তারিখ জুলাই ১০, ২০১৪।
- ↑ Andrew Rona likely to join Silver Pictures; retrieved November 15, 2008. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ডিসেম্বর ৫, ২০০৮ তারিখে
- ↑ Svetkey, Benjamin (অক্টোবর ১, ২০১৪)। "Robert Downey Jr., Producer Wife Susan Reveal Their Quirky Relationship, "Perfectly Symbiotic" Marriage"। The Hollywood Reporter। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১৪।
- ↑ Meyer-Abbott, Ben (এপ্রিল ৮, ২০০৯)। "Schaumburg There's no doubt: The Saxons rule"। Chicago Sun-Times। এপ্রিল ১৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৬, ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুজান ডাউনি (ইংরেজি)