সুজাত আলী
ক্যাপ্টেন (অব:) সুজাত আলী (জন্ম: ১৯২৬ - মৃত্যু: ২০০৭) বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিবিদ ও কুমিল্লা-৪ আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২][৩]
ক্যাপ্টেন (অব:) সুজাত আলী | |
---|---|
কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
উত্তরসূরী | আলী হোসেন মিঞা |
পাকিস্তানের পরিষদের সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭০ – ১৯৭১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯২৬ দেবিদ্বার, কুমিল্লা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | এপ্রিল ২০০৭ ডালাস রিচার্ডসন রিজিওনাল মেডিকেল সেন্টার, টেক্সাস, যুক্তরাষ্ট্র |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
প্রাক্তন শিক্ষার্থী | দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ,ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রাথমিক জীবন
সম্পাদনাক্যাপ্টেন (অব:) সুজাত আলী ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। [৪]
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাসুজাত ১৯৪৩ সালে রয়েল ইন্ডিয়ান এয়ার ফোর্সে কমিশন পেয়েছিলেন তবে পরে রয়েল ইন্ডিয়ান আর্মিতে স্থানান্তরিত হন। ভারত বিভাগের পরে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধের পদক এবং পাকিস্তান পদক অর্জন করেন। ১৯৭০ সালে তিনি পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর পর তিনি মুক্তিবাহিনীতে যোগ দেন। ত্রিপুরায় তিনি পালাতানা মুক্তি বাহিনী প্রশিক্ষণ শিবিরের নেতৃত্ব দেন। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর তিনি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম সংসদে নির্বাচিত হন।[১][২][৩][৪]
মৃত্যু
সম্পাদনাসুজাত আলি এপ্রিল ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস রিচার্ডসন রিজিওনাল মেডিকেল সেন্টারে ৮১ বছর বয়সে মারা যান। দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের ক্যাম্পাসের ভিতরে তাকে সমাহিত করা হয়। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ "বিজয় ধরে রাখতে চায় আ'লীগ পুনরুদ্ধারে তৎপর বিএনপি"। Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১।
- ↑ ক খ "মহাজোটে মহাজট স্বস্তি বিএনপিতে"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০১।
- ↑ ক খ গ "Capt Shujat Ali laid to rest"। archive.thedailystar.net। The Daily Star। ২৮ এপ্রিল ২০০৭। ১২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।