সীরাতে সৈয়দ আহমদ শহীদ

আবুল হাসান আলী হাসানী নদভীর বই

সীরাতে সৈয়দ আহমদ শহীদ (উর্দু: سیرت سید احمد شہیدؒ‎‎) আবুল হাসান আলী হাসানী নদভীর লিখিত প্রথম ঐতিহাসিক জীবনী সাহিত্য। বিষয় অনুযায়ী উর্দু ভাষায় এটি লেখকের প্রথম কাজ।[][] ২৪ বছর বয়সে তিনি গ্রন্থটি রচনা করেন। ২ খণ্ডে রচিত এই গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে ১২৫ অধ্যায় ও ৫৮৮ পৃষ্ঠা এবং ২য় খণ্ডে ১৫০ অধ্যায় ও ৫৮৮ পৃষ্ঠা।[] এতে সৈয়দ আহমদ শহীদের জীবন ও সাংস্কারিক কার্যক্রমের বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ হয়েছে। গ্রন্থটি রচিত হয় ১৯৩৯ সালে।[] এর পূর্বে ১৯৩১ সালে আলী নদভী আল মানারে সৈয়দ আহমদ বেরলভি সম্পর্কে একটি নিবন্ধও প্রকাশ করেছিলেন।[]

সীরাতে সৈয়দ আহমদ শহীদ
নতুন সংস্করণের প্রচ্ছদ
লেখকআবুল হাসান আলী হাসানী নদভী
মূল শিরোনামউর্দু: سیرت سید احمد شہیدؒ‎‎
অনুবাদকআবু সাঈদ মুহাম্মদ ওমর আলী
দেশব্রিটিশ ভারত
ভাষাউর্দু
বিষয়সৈয়দ আহমদ বেরলভি
প্রকাশিত১৯৩৯
মিডিয়া ধরনশক্তমলাট
পৃষ্ঠাসংখ্যা১১৭৬
ওসিএলসি৪৪৭৫৬৭০৭
এলসি শ্রেণীডিএস৪৭৫.২.এস২৯ এন৩ ১৯৭৪
ওয়েবসাইটabulhasanalinadwi.org

বর্ণনা

সম্পাদনা

আলী নদভী ছিলেন সৈয়দ আহমদ শহীদের বংশধর। আহমদ শহীদের জীবনের নানা গল্প বিভিন্ন বিক্ষিপ্ত বই এবং তার পরিবারের বড় সদস্যদের স্মৃতিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আলী নদভী সমস্ত প্রামাণিক উৎস থেকে বইটি সংকলন করেছেন। বইটিতে সৈয়দ আহমদ শহীদের সেনাবাহিনীর নৈতিক ও ধর্মীয় মেজাজ এবং দৈনন্দিন জীবনের চিত্রও তুলে ধরা হয়েছে, তাদের আধ্যাত্মিক এবং নৈতিক মূল্যবোধ রয়েছে এবং ইতিহাসে তা স্মরণ করার যোগ্য। বইটি পাঠকের হৃদয়ে ঈমানের অনুভূতি জাগিয়ে তোলে এবং তাকে ধর্মের প্রকৃত চেতনা অনুসরণ করতে প্ররোচিত করে।[]

লেখক দাবি করেছেন,

মূল্যায়ন

সম্পাদনা

এটি একাডেমিক এবং ধর্মীয় পণ্ডিতদের দ্বারা প্রশংসিত হয়েছে।[] এ গ্রন্থের মাধ্যমেই আলী নদভী ভারতীয় উপমহাদেশের শিক্ষিত শ্রেণীর কাছে ব্যাপকভাবে পরিচিত হয়েছিলেন। গ্রন্থটি এতই জনপ্রিয়তা পেয়েছিল যে, লেখকের পরিচয় হিসেবে বলা হত, ইনি সীরাতে সৈয়দ আহমদ শহীদের লেখক।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. খান, জুবায়ের জাফর (২০১০)। মাওলানা আবুল হাসান আলী নদভীর ইসলামি চিন্তাভাবনার সমালোচনামূলক গবেষণা (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৪৬। 
  2. আহমদ, ইশতিয়াক (২০২০)। স্বাধীনতার পূর্বে উলামায়ে দেওবন্দের জীবনী সাহিত্য চর্চা নিয়ে একটি সমালোচনামূলক গবেষণা (গবেষণাপত্র)। ভারত: মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৮৪—১৮৯। hdl:10603/338413 
  3. নদভী, রাবে হাসানী (২০১৪)। সৈয়দ আবুল হাসান আলী নদভী : এন অ্যামিনিয়েন্ট স্কলার, থিনকার এন্ড রিফরমার। নতুন দিল্লি: ডি. কে. প্রিন্টওয়ার্ল্ড। পৃষ্ঠা ২১৯। আইএসবিএন 978-81-246-0746-6ওসিএলসি 904246429 
  4. জহির, সৈয়দ ইকবাল (২০০৫)। আবুল হাসান আলী নদভী : এ ম্যান অব হোপ থ্রো এ সেঞ্চুরি অব টারময়েল। বেঙ্গালুর: ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট। পৃষ্ঠা ১৪–১৭। আইএসবিএন 81-901332-1-7 
  5. ভাট, সামি-উল্লাহ (২০১৬)। "আবুল হাসান আলী নদভীর জীবন ও কর্ম : একটি বিশ্লেষণাত্মক গবেষণা"জার্নাল অফ ইসলামিক টথ এন্ড সিভিলাইজেশ্যন (১): ৫১–৫২। আইএসএসএন 2075-0943ডিওআই:10.32350/jitc.61.04 
  6. মুহাম্মদ সালমান, মাওলানা (মে ২০০২)। আবুল হাসান আলী নদভীর জীবন ও কর্ম (পিডিএফ)। ঢাকা: আল ইরফান পাবলিকেশন্স। পৃষ্ঠা ৩৩৪। 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা