সীরাতুন নোমান
সীরাতুন নোমান (উর্দু: سیرت النعمان) আবু হানিফাকে নিয়ে লিখিত শিবলী নোমানীর একটি জীবনী সাহিত্য। ১৮৯৩ সালের ১৫ ডিসেম্বর গ্রন্থটি রচনার কাজ শেষ হয়। এটি তার রচিত দ্বিতীয় গ্রন্থ। গ্রন্থটি দুইভাগে বিভক্ত। প্রথম ভাগে আবু হানিফার ব্যক্তি জীবন, শ্রেষ্ঠত্ব ও মর্যাদা এবং দ্বিতীয় অংশে তার উসূলে ফিকহ ও ইলমে কালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে।[১] আবু হানিফার জীবনের উপর লিখিত গ্রন্থসমূহের মধ্যে এটি এখনও অতুলনীয়। গ্রন্থটিতে আবু হানিফার জীবন ও কর্মের পাশাপাশি হানাফি মাযহাবের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে।[২]
লেখক | শিবলী নোমানী |
---|---|
মূল শিরোনাম | উর্দু: سیرت النعمان |
দেশ | ব্রিটিশ ভারত |
ভাষা | উর্দু |
বিষয় | আবু হানিফা |
ধরন | জীবনী |
প্রকাশিত | ১৮৯৩ |
মিডিয়া ধরন | শক্তমলাট |
আইএসবিএন | ৯৭৮৯৮৩৯৫৪১৯৯১ (ইংরেজি সংস্করণ) |
ওসিএলসি | ৭০৭১৯৯ |
৩৪০/.০৯২/৪বি | |
এলসি শ্রেণী | কেবিপি৩০০.এ২৭২ এস৫৫১৩ ১৯৭২ |
ওয়েবসাইট | shibliebooks.com |
বর্ণনা
সম্পাদনাগ্রন্থটির প্রথম অংশে শিবলী নোমানী আবু হানিফার জীবন, জ্ঞানসাধনা, কর্মযজ্ঞ, তার সম্বন্ধে প্রচলিত অতিরঞ্জিত কাহিনীগুলোর জবাব, তার সহজাত মেধা ও গভীর প্রজ্ঞার নিদর্শন সহ তার চরিত্র, জ্ঞানের ক্ষেত্রে ছাত্রদের পৃষ্ঠপোষকতার বিষয়গুলো তুলে এনেছেন। একইসাথে আবু হানিফার ব্যাপারে প্রচলিত অভিযোগের যৌক্তিক জবাব দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয় অংশটিতে এসেছে আবু হানিফার চিন্তা দর্শন ও রচনাবলি নিয়ে সবিস্তর আলোচনা।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাউদ্ধৃতি
সম্পাদনা- ↑ গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ৫৩–৬৩। আইএসবিএন 9789849039107।
- ↑ হাদি হুসাইন, মুহাম্মদ (অক্টোবর ১৯৭৪)। "বই রিভিউ: ইমাম আবু হানিফার জীবন ও কর্ম"। ইকবাল রিভিউ। আইএসএসএন 0021-0773। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২২।
- ↑ সূচিপত্র থেকে সংগৃহীত
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- আহরারি, মুহাম্মদ জাফর (১৯৯৯)। উর্দু সাহিত্যের নবজাগরণ এবং শিবলী (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৫৭–১৬০।
- মীর, জাহিদ হুসাইন (২০১৯)। শিবলীর রচনায় জীবনী ও ঐতিহাসিক উপাদান (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। কাশ্মীর বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১২৯–১৩৯।
- আম্মার, আব্দুল হাই (২০১৭)। উনবিংশ-বিংশ শতাব্দীতে সৈয়দ আহমদ খান, কাসেম নানুতুবি, শিবলী নোমানী, মানাজির আহসান গিলানি, আবুল কালাম আজাদের মত মুসলিম চিন্তাবিদদের শিক্ষা ভাবনা। ভারত: জামিয়া মিলিয়া ইসলামিয়া। পৃষ্ঠা ১৫৮–১৬২। hdl:10603/313157।
- খাতুন, শায়েস্তা (২০১৩)। মুসলিম মহিলাদের শিক্ষা ও সামাজিক বিকাশে আল্লামা শিবলীর ভূমিকা (গবেষণাপত্র) (উর্দু ভাষায়)। উর্দু বিভাগ, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৪৪–৪৫।
- আজিজ, শহিদ (২০১৬)। জীবনী সাহিত্য রচনায় মুহাম্মদ হুসাইন হাইকল এবং শিবলী নোমানীর তুলনামূলক অধ্যয়ন (গবেষণাপত্র) (আরবি ভাষায়)। বাবা গোলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২০৮–২১৮।
- আহরারি, মুহাম্মদ জাফর (১৯৯৯)। উর্দু সাহিত্যের নবজাগরণ এবং শিবলী (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৫৪–২৭৩।
- আজিজ, শহিদ (২০১৬)। "জীবনী সাহিত্য রচনায় মুহাম্মদ হুসাইন হাইকল এবং শিবলী নোমানীর তুলনামূলক অধ্যয়ন"। পিএইচডি অভিসন্দর্ভ, বাবা গোলাম শাহ বাদশাহ বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)।
- আবু বকর, এম. সি. (২০১৪)। "হালি এবং শিবলীর উল্লেখ সহ উর্দুতে জীবনী সাহিত্য"। পিএইচডি অভিসন্দর্ভ, উর্দু বিভাগ, শ্রী বেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয় (উর্দু ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১।
- তালাত, জাফর (২০১৭)। "জীবনী সাহিত্যে শিবলী নোমানী"। পিএইচডি অভিসন্দর্ভ, বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- সীরাতুন নোমান–এর উর্দু সংস্করণ