সীমান্ত স্কয়ার
সীমান্ত স্কয়ার হচ্ছে ঢাকার একটি শপিং সেন্টার। এটি পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ।
![]() সীমান্ত স্কয়ারের সম্মুখ অংশ | |
অবস্থান | ২ নং রোড, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | 23° 44' 17" N, 90° 22' 37" E |
উদ্বোধনের তারিখ | ১২ নভেম্বর ২০০১ |
উন্নয়নকারী | রীড প্রপার্টি |
তত্ত্বাবধায়ক | বর্ডার গার্ড বাংলাদেশ |
মালিক | বর্ডার গার্ড বাংলাদেশ |
দোকানের সংখ্যা | ৩৬০ |
তলার সংখ্যা | ৬ |
অবস্থানসম্পাদনা
কমপ্লেক্সটি ২ নম্বর বিজিবি মেইন গেইট,পিলখানা,ঢাকায় অবস্থিত। এটি ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান,আন্তজার্তিক বিদ্যালয়, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত।
সম্বন্ধেসম্পাদনা
সীমান্ত স্কয়ার একটি আধুনিক শপিং মল এবং এতে ৩৬০ টি দোকান রয়েছে। ১৬ টি আউটলেটে এখানে খাবারের দোকান রয়েছে।[১]