সীমান্ত স্কয়ার
সীমান্ত স্কয়ার হচ্ছে ঢাকার একটি বিপণী বিতান। এটি পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবস্থান | ২ নং সড়ক, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৪৪′১৭″ উত্তর ৯০°২২′৩৭″ পূর্ব / ২৩.৭৩৮০৬° উত্তর ৯০.৩৭৬৯৪° পূর্ব |
চালুর তারিখ | ১২ নভেম্বর ২০০১ |
উন্নয়নকারী | রীড প্রপার্টি |
তত্ত্বাবধায়ক | বর্ডার গার্ড বাংলাদেশ |
মালিক | বর্ডার গার্ড বাংলাদেশ |
দোকান ও সেবার সংখ্যা | ৩৬০ |
তলার সংখ্যা | ৬ |
অবস্থান
সম্পাদনাকমপ্লেক্সটি ঢাকার পিলখানার ৪ নম্বর বিজিবি প্রধান ফটকে অবস্থিত। এটি ঢাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আন্তজার্তিক বিদ্যালয়, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে অবস্থিত।
সম্বন্ধে
সম্পাদনাসীমান্ত স্কয়ার একটি আধুনিক বিপণী বিতান এবং এখানে ১৬টি খাবারের দোকানসহ সর্বমোট
৩৬০ টি দোকান রয়েছে।[১]
চিত্রমালা
সম্পাদনা-
টেকিয়া আউটলেট
-
একটি সনি শো রুম
-
একমাত্র সুপার মার্কেট
-
খাবারের দোকান
-
এটিএম বুথ