সিলেট সানরাইজার্স
এই নিবন্ধটি মেয়াদোত্তীর্ণ। |
সিলেট সানরাইজার্স (সিলেটি: ꠍꠤꠟꠐ ꠍꠤꠇꠍꠣꠞꠡ) একটি দল যা বিপিএলে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে। সানরাইজার্স তাদের ঘরোয়া খেলাগুলো খেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ফ্রাঞ্চাইজটির স্বত্বাধিকারী ছিলেন সিলেট স্পোর্টস লিমিটেড মাধ্যমে বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তার ছেলে শাহেদ মোহিত ছিলেন দলের চেয়ারম্যান। ফ্রাঞ্চাইজ থান্ডার ঘোষণা করে যে, ৬ষ্ঠ আসরের বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রতিযোগিতার জন্য ওয়াকার ইউনুসকে দলের প্রধান কোচ হিসাবে এবং ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসাবে নিচ্ছে। পরবর্তীতে ইনজুরির কারণে ডেভিড ওয়ার্নার বিদায় নিলে সাবেক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার অলক কাপালি দলের অধিনায়কের ভার গ্রহণ করে।
ꠍꠤꠟꠐ ꠍꠤꠇꠍꠣꠞꠡ | ||
![]() | ||
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লীগ | |
---|---|---|
কর্মীবৃন্দ | ||
অধিনায়ক | রবি বোপারা | |
কোচ | মারভিন ডিলন | |
মালিক | প্রগতি গ্রুপ | |
দলের তথ্য | ||
শহর | সিলেট, সিলেট বিভাগ, বাংলাদেশ | |
প্রতিষ্ঠা | ২০১২ (সিলেট রয়্যালস হিসাবে); ২০১৫ (সিলেট সুপার স্টার হিসাবে); ২০১৭ (সিলেট সিক্সার্স হিসাবে); ২০১৯ (সিলেট থান্ডার হিসাবে) | |
স্বাগতিক মাঠ | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট | |
ধারণক্ষমতা | ২২,৫০০ | |
ইতিহাস | ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয় | ০ | |
| ||
![]() |
১৬ নভেম্বর ২০১৯, বিপিএল ৭ম আসরের জন্য গিবানি ফুটওয়্যারের স্পন্সরশীপের মাধ্যমে দলটিকে সিলেট থান্ডার নামে নামকরণ করা হয়।
সর্বশেষ, ২০২২ সালে প্রগতি গ্রুপের মালিকানায় সিলেট সানরাইজার্স নামে বিপিএলের ৮ম আসরে দলটি অংশগ্রহণ করে।
ইতিহাস
২০১৭ সালে সুরমা সিক্সার্স সিলেট প্রতিষ্ঠিত হয়।[১] প্রথম ও দ্বিতীয় আসরে সিলেট রয়্যালস ও তৃতীয় আসরে সিলেট সুপার স্টার্স নামে খেললেও চতুর্থ আসরে নিষিদ্ধ থাকে সিলেট। পঞ্চম আসরে নতুন নামে ও নতুন মালিকানায় বিপিএলে ফেরত আসে সিলেট।[২] ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠানের মাধ্যমে সিলেট সিক্সার্স আত্মপ্রকাশ করে।[৩]
বর্তমান দল
- যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. | নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | চুক্তি স্বাক্ষরের বছর | বেতন | টীকা |
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||||
৩১ | রনি তালুকদার | ১০ অক্টোবর ১৯৯০ | ডান-হাতি | ডান-হাতি স্লো-মিডিয়াম | ২০১৯ | ৳১,৮০০,০০০ | ||
৩৬ | আব্দুল মজিদ | ১ জানুয়ারি ১৯৯১ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ৳১,২০০,০০০ | ||
৩৭ | রুবেল মিয়া | ৫ আগস্ট ১৯৯২ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | 2019 | ৳৮০০,০০০ | ||
অল-রাউন্ডার | ||||||||
২৫ | নাজমুল হোসেন মিলন | ১১ সেপ্টেম্বর ১৯৮৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৯ | ৳১,৮০০,০০০ | ||
৩২ | মোসাদ্দেক হোসেন | ১০ ডিসেম্বর ১৯৯৫ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ৳২,৫০০,০০০ | অধিনায়ক | |
৪২ | সোহাগ গাজী | ৫ আগস্ট ১৯৯১ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ৳১,৮০০,০০০ | ||
৫০ | শেরফেন রাদারফোর্ড | ১৫ আগস্ট ১৯৯৮ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট-মিডিয়াম | ২০১৯ | মার্কিন $৭০,০০০ | বিদেশী | |
৮৮ | জীবন মেন্ডিস | ১৫ জানুয়ারি ১৯৮৩ | বাম-হাতি | লেগ-ব্রেক | ২০১৯ | মার্কিন $৩০,০০০ | বিদেশী | |
উইকেট-রক্ষক | ||||||||
৮ | মোহাম্মদ মিঠুন | ১৩ ফেব্রুয়ারি ১৯৯০ | ডান-হাতি | — | ২০১৯ | ৳২,৫০০,০০০ | ||
২৮ | শফিকউল্লাহ | ৭ আগস্ট ১৯৮৯ | ডান-হাতি | — | ২০১৯ | মার্কিন $২০,০০০ | বিদেশী | |
৭৭ | আন্দ্রে ফ্লেচার | ২৭ নভেম্বর ১৯৮৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | মার্কিন $৫০,০০০ | বিদেশী | |
৯৯ | জনসন চার্লস | ১৪ জানুয়ারি ১৯৮৯ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | মার্কিন $২০,০০০ | বিদেশী | |
বোলার | ||||||||
৭ | মোহাম্মদ সামি | ২৪ ফেব্রুয়ারি ১৯৮১ | ডান-হাতি | ডান-হাতি ফাস্ট | ২০১৯ | মার্কিন $২০,০০০ | বিদেশী | |
১৯ | শেলডন কট্রিল | ১৯ আগস্ট ১৯৮৯ | ডান-হাতি | বাম-হাতি ফাস্ট-মিডিয়াম | ২০১৯ | মার্কিন $৫০,০০০ | বিদেশী | |
২১ | নাজমুল ইসলাম | ২১ মার্চ ১৯৯১ | বাম-হাতি | স্লো বাম হাত অর্থোডক্স | ২০১৯ | ৳১,৮০০,০০০ | ||
৩৩ | নাঈম হাসান | ২ ডিসেম্বর ২০০০ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ৳১,৮০০,০০০ | ||
৩৫ | মনির হোসেন | ২৭ জানুয়ারি ১৯৮৫ | বাম-হাতি | স্লো বাম হাত অর্থোডক্স | ২০১৯ | ৳১,২০০,০০০ | ||
৪৫ | কৃষমার স্যান্তোকি | ২০ ডিসেম্বর ১৯৮৪ | বাম-হাতি | বাম-হাতি ফাস্ট-মিডিয়াম | ২০১৯ | মার্কিন $২০,০০০ | বিদেশী | |
৫৮ | ইবাদত হোসেন | ৭ জানুয়ারি ১৯৯৪ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৮ | ৳১,২০০,০০০ | ||
৮৮ | নভীন-উল-হক | ২৩ সেপ্টেম্বর ১৯৯৯ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | মার্কিন $৫০,০০০ | বিদেশী | |
৯৬ | দেলোয়ার হোসেন | ১ জানুয়ারি ১৯৮৫ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৯ | ৳১,২০০,০০০ |
তথ্যসূত্র
- ↑ "সিলেট আসছে সুরমা সিক্সার্স নামে"। মানবজমিন। ২৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭।
- ↑ "সুরমা সিক্সার্স নামে বিপিএলে ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি"। সময় টিভি। ২৩ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৭।
- ↑ খছরু, ওয়েছ। "বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু সিলেট সিক্সার্স'র"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৭।