সিলেট উইমেন্স মেডিকেল কলেজ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হলো সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষ করে নারীদের জন্য, যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সিলেটের কেন্দ্রস্থল মিরবক্সটুলায় অবস্থিত। এটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর অধিভুক্ত।
ধরন | বেসরকারি মেডিকেল স্কুল |
---|---|
স্থাপিত | ২০০৫ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট |
চেয়ারম্যান | মোঃ সালেহ উদ্দিন |
অধ্যক্ষ | মোঃ রেজাউল করিম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১১৮ (২০১৪)[১] |
শিক্ষার্থী | ৫০০ |
অবস্থান | মিরবক্সটুলা, সিলেট , ২৪°৫৩′৫৫″ উত্তর ৯১°৫২′২১″ পূর্ব / ২৪.৮৯৮৬° উত্তর ৯১.৮৭২৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | swmc |
প্রতিষ্ঠানটি পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রী প্রদান করে থাকে। স্নাতক শেষে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এক বছরের ইন্টার্নশীপ বাধ্যতামূলক। এই ডিগ্রী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর দ্বারা স্বীকৃত।
ইতিহাস
সম্পাদনাহলি সিলেট হোল্ডিং লিমিটেড (HSHL) ২০০৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করে, এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হসপিটাল পরের বছর প্রতিষ্ঠা করে। ২০০৬ সালে নির্দেশনা দেওয়া হয়, এবং ২০০৭ সালে হসপিটালটি খোলা হয়।[২] এইচএসএইচএল (HSHL) এই ক্যাম্পাসে একটি ডেন্টাল কলেজ এবং চার বছর মেয়াদী নার্সিং কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করেছে।[৩]
ক্যাম্পাস
সম্পাদনাএই কলেজটি সিলেটের কেন্দ্রস্থল মিরবক্সটুলায়, চৌহাট্টা পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্ট অতিক্রম করার পথিমধ্যে অবস্থিত। ৩ একর (১.২ হেক্টর) ক্যাম্পাসে প্রধান দুটি ভবন রয়েছেঃ একটিতে বহুতল বিশিষ্ট কলেজ ভবন এবং অন্যটিতে ৬২৫-শয্যাবিশিষ্ট প্রশিক্ষণ হসপিটাল অবস্থিত।[৪]
সংগঠন এবং প্রশাসন
সম্পাদনাএই কলেজটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর স্কুল অব মেডিকেল সাইন্সের অধিভুক্ত একটি কলেজ।[৫][৬] কলেজটির চেয়ারম্যান হচ্ছেন মোঃ সালেহ উদ্দিন। এবং অধ্যক্ষ হচ্ছেন মোঃ রেজাউল করিম।[৭]
একাডেমীক্স
সম্পাদনাকলেজটি পাঁচ বছর মেয়াদী একটি কোর্স পরিচালনা করে, যা শাবিপ্রবি থেকে ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ডিগ্রী প্রদান করে, এবং এই ডিগ্রী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল-এর (BMDC) দ্বারা স্বীকৃত। চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীদের জন্য এক বছরব্যাপী ইন্টার্নশীপ করা বাধ্যতামূলক। মেডিসিন বিভাগে প্র্যাকটিস করার জন্য বিএমডিসি থেকে নিবন্ধন পেতে এই ইন্টার্নশীপ কোর্সটি হচ্ছে একটি পূর্বশর্ত।[৫][৮] অক্টোবর ২০১৪ সালে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ বছরের কোর্সের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোকে এডমিশন এবং টিউশন ফি বাবদ মোট ১৯,৯০,০০০ বাংলাদেশি টাকা (US$25,750 ২০১৪ অনুসারে) ধার্য করে দেয়।[৯]
এই কলেজটি শুধুমাত্র মহিলাদের ভর্তি করে থাকে।[৫] বাংলাদেশের সকল মেডিকেল কলেজে (সরকারি এবং বেসরকারি) এমবিবিএস প্রোগ্রামে ভর্তির জন্য বাংলাদেশিদের সকল ভর্তি কার্যক্রম ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসের (DGHS) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সম্পন্ন হয়। এতে একই সঙ্গে সারা দেশে বহু নির্বাচনী প্রশ্নে লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রার্থীরা মূলত পরীক্ষায় তাদের স্কোরের ভিত্তিতে ভর্তি হয়, যদিও সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (SSC) এবং হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (HSC) পর্যায়ের গ্রেড পয়েন্টও একটা ভূমিকা রাখে। বিদেশি শিক্ষার্থীদের তাদের SSC এবং HSC-এর গ্রেডের ভিত্তিতে ভর্তি করা হয়।[১০] জুলাই ২০১৪ অনুসারে, কলেজটি প্রতি বছর ৯০ জন শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দিতে সক্ষম হয়।[১১]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Faculty List"। Sylhet Women's Medical College। ২৮ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Prospectus" (পিডিএফ)। Sylhet Women's Medical College। ২০১৩। পৃষ্ঠা 6–7। ৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "HSHL"। Sylhet Women's Medical College। ২০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Prospectus" (পিডিএফ)। Sylhet Women's Medical College। ২০১৩। পৃষ্ঠা 8–9। ৮ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ ক খ গ "Sylhet Women's Medical College and Hospital"। World Directory of Medical Schools।
- ↑ "Schools"। Shahjalal University of Science & Technology। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Governing Body"। Sylhet Women's Medical College। ১১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "List of Recognized medical and dental colleges"। Bangladesh Medical & Dental Council।
- ↑ "Govt to fix maximum fees"। New Age। Dhaka। ২৭ অক্টোবর ২০১৪। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Admission Procedure"। Sylhet Women's Medical College। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "Health Bulletin 2014" (পিডিএফ)। Bureau of Health Education (2nd সংস্করণ)। Ministry of Health and Family Welfare। ডিসেম্বর ২০১৪। পৃষ্ঠা 226। ১৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫।