সিলভিয়া জেমিগন্যানি

সিলভিয়া জেমিগন্যানি (জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৭২) হলেন একজন ইতালীয় ক্রীড়াবিদ। তিনি ট্রায়েথলন ক্রীড়ায় প্রতিদ্বন্ধিতা করে থাকেন।

সিলভিয়া সিডনিতে অনুষ্ঠিত ২০০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম ট্রায়াথলনে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ২:০৫:২১:২৬ ঘণ্টা সময় নিয়ে বিশতম স্থানে পৌঁছেছিলেন। ২০০৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি পুনরায় অংশগ্রহণ করেন এবং ২:০৮:৫৬:৯৪ ঘণ্টা সময় নিয়ে একুশতম স্থান অর্জন করেন।

বিয়েট্রিস লানজা এবং নাদিয়া কর্টাসার সাথে একত্রে তিনি ২০০৩ সালে হাঙ্গেরির তিসাজাজভেরোসে অনুষ্ঠিত রিলে ট্রায়াথলন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিন বছর পরে ২০০৬ সালে, তিনি ইতালির তারজোতে অনুষ্ঠিত ইউরোপীয় ট্রায়াথলন কাপের আবার ব্রোঞ্জ জিতেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Results: 2006 Tarzo ITU Triathlon European Cup Elite Women"International Triathlon Union (ITU)]] (ইংরেজি ভাষায়)। ১৫ জুলাই ২০০৬।