সিলভান ভিডমার

সুইজারল্যান্ডীয় ফুটবলার

সিলভান ভিডমার (জার্মান: Silvan Widmer; জন্ম: ৫ মার্চ ১৯৯৩) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সুইজারল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সুইস সুপার লিগের ক্লাব বাজেল এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

সিলভান ভিডমার
২০১৫ সালে সুইজারল্যান্ডের হয়ে ভিডমার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিলভান ভিডমার
জন্ম (1993-03-05) ৫ মার্চ ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান আরাউ, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বাজেল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০১–২০০৭ ভুরেনলোস
২০০৭–২০০৮ বাডেন
২০০৮–২০১০ আরাউ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১১ আরাউ ২ (২)
২০১১–২০১৩ আরাউ ৬৫ (১১)
২০১৩–২০১৮ উদিনেসে ১৩১ (৫)
২০১৮– বাজেল ৫৩ (৩)
জাতীয় দল
২০১১–২০১২ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ (৩)
২০১২–২০১৪ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ ১৭ (১)
২০১৪– সুইজারল্যান্ড ১০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:২৮, ১০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৮, ১০ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, ভিডমার সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৪ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সিলভান ভিডমার ১৯৯৩ সালের ৫ই মার্চ তারিখে সুইজারল্যান্ডের আরাউয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "FC Basel 1893"Swiss Football League - SFL (জার্মান ভাষায়)। ২০২১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  2. "First team"FC Basel 1893। ২০১৮-০৭-১২। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা