সিলপিয়াম মনস (ইংরেজি: Silpium Mons) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি পর্বত। এটি উচ্চতায় ৫.৬ কিলোমিটার, দৈর্ঘ্যে ১১৩ কিলোমিটার ও প্রস্থে ৭৯.৭ কিলোমিটার। পর্বতটির আয়তন ৭০৭৩ বর্গ কিলোমিটার। এটি ঋজু দীর্ঘা রেখাঙ্কিত একটি শৈলশিরা, অর্থাৎ এটির উত্তোলিত গঠনভঙ্গিমাটির মধ্যে এক বা একাধিক স্বষ্ট রৈখিক বা কুব্জ উত্থিতাংশ চোখে পড়ে।[১] পর্বতটির নামকরণ করা হয়েছে গ্রিসের একটি স্থানের নামানুসারে, যেখানে পৌরাণিক আইয়ো শোকে দেহত্যাগ করেছিলেন। ১৯৭৯ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কর্তৃক নামটি গৃহীত হয়। পর্বতটির স্থানাংক ৫২°৪৩′ দক্ষিণ ২৭২°২০′ পশ্চিম / ৫২.৭১° দক্ষিণ ২৭২.৩৪° পশ্চিম / -52.71; -272.34 (Silpium Mons)[২] এটি স্বারোগ প্যাটারার দক্ষিণে, মিথ্রা প্যাটারার উত্তরে এবং ভিরাকোচা প্যাটারার উত্তরপূর্বে অবস্থিত।[৩] স্বারোগ ও বিরাকোচা প্যাটারা দু’টির প্রতি এটির নৈকট্য আইয়োতে পর্বত ও ক্যালডেরাগুলির মধ্যে একটি গঠনগত সম্পর্কের প্রমাণের ইঙ্গিতবাহী।[৪]

নাসা ওয়ার্ল্ড উইন্ড থেকে একটি স্ক্রিনশটে সিলপিয়াম মনস-সন্নিহিত এলাকা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Io Mountain Database"planetologia.elte.hu। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০০৭ 
  2. "USGS Astro: Planetary Nomenclature: Feature Data Search Results"USGS Gazetteer of Planetary Nomenclature Feature Information। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০০৭ 
  3. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
  4. Harland, David M. (2000). Jupiter Odyssey: The Story of NASA's Galileo Mission. Springer. আইএসবিএন ১-৮৫২৩৩-৩০১-৪. p. 353