সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন

সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Sierra Leone Football Association; এছাড়াও সংক্ষেপে এসএলএফএ নামে পরিচিত) হচ্ছে সিয়েরা লিওনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৪] এই সংস্থাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৩৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪৪ বছর পর ১৯৬৭ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে অবস্থিত।

সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯২৩; ১০১ বছর আগে (1923)[১][২]
সদর দপ্তরফ্রিটাউন, সিয়েরা লিওন
ফিফা অধিভুক্তি১৯৬০[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৭[৩]
সভাপতিসিয়েরা লিওন ইশা জোহানসেন
সহ-সভাপতিসিয়েরা লিওন ব্রিমা কামারা
ওয়েবসাইটslfa.sl%20slfa.sl

এই সংস্থাটি সিয়েরা লিওনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সিয়েরা লিওন জাতীয় প্রিমিয়ার লীগ, সিয়েরা লিওন জাতীয় প্রথম বিভাগ এবং সিয়েরা লিয়নীয় এফএ কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ইশা জোহানসেন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ক্রিস্টোফার কামারা।

কর্মকর্তা সম্পাদনা

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি ইশা জোহানসেন
সহ-সভাপতি ব্রিমা কামারা
সাধারণ সম্পাদক ক্রিস্টোফার কামারা
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক আবু বকর কামারা
প্রযুক্তিগত পরিচালক জন শেরিংটন
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) জন কিস্টার
জাতীয় দলের কোচ (নারী) ভিক্টোরিয়া কোন্টেহ
রেফারি সমন্বয়কারী জন বুল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009
  3. The Standard. 11 January 1968.
  4. "Rival coaches are appointed for Sierra Leone's U20 side"BBC UK। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:সিয়েরা লিওন-এ ফুটবল টেমপ্লেট:সিয়েরা লিওন ফুটবল অ্যাসোসিয়েশন