সিমোন কিউস

জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়

সিমোন কিউস (ইংরেজি: Simone Kues; জন্ম: ৮ নভেম্বের ১৯৭৬) একজন জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

সিমোন কিউস
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলজার্মানি
জন্ম (1976-11-08) ৮ নভেম্বর ১৯৭৬ (বয়স ৪৭)
ক্রীড়া
দেশজার্মানি
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
প্যারালিম্পিক ফাইনাল২০০৪ গ্রীষ্মের প্যারালিম্পিক,
২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিক,
২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক

খেলোয়াড় জীবন সম্পাদনা

সিমোন ২০০৪ গ্রীষ্মের প্যারালিম্পিক, ২০১০ হুইলচেয়ার বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবং ২০১৪ হুইলচেয়ার বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন, তাঁর মধ্যে রয়েছে তাঁর ২০০৮ গ্রীষ্মের প্যারালিম্পিকে তিনি জার্মানিকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে রৌপ্য পদক জয় করে নেন[১] এবং আবার ২০১৬ সালের গ্রীষ্মের প্যারালিম্পিকে রৌপ্য পদক লাভ করেছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Simone Kues - Wheelchair Basketball | Paralympic Athlete Profile"International Paralympic Committee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮ 
  2. "Wheelchair Basketball Germany"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৮