সিকিম উচ্চ আদালত বা সিকিম হাইকোর্ট হলো ভারতের সিকিম রাজ্যের হাইকোর্ট। আদালতের ইতিহাস ১৯৫৫ সালের দিকে ফিরে পাওয়া যায়, যখন সিকিমে একটি হাইকোর্ট প্রতিষ্ঠার জন্য হাইকোর্ট অফ জুডিকেচার (এখতিয়ার ও ক্ষমতা) ঘোষণা, ১৯৫৫ জারি করা হয়েছিল। একীভূত হওয়ার পর, সিকিম ভারতের ২২তম রাজ্যে পরিণত হয়। অনুচ্ছেদ 371F এর ধারা (i) এর অধীনে, একীকরণের তারিখের ঠিক আগে কাজ করা হাইকোর্ট দেশের অন্য হাইকোর্টের মতো সংবিধানের অধীনে সিকিম রাজ্যের জন্য হাইকোর্টে পরিণত হয়েছিল। এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

সিকিম উচ্চ আদালত
सिक्किम उच्च न्यायालय
প্রতিষ্ঠাকাল১৬ মে ১৯৭৫; ৪৮ বছর আগে (1975-05-16)
অধিক্ষেত্র ভারত
অবস্থানগ্যাংটক
স্থানাঙ্ক২৭°১৯′৫৫″ উত্তর ৮৮°৩৬′৫৩″ পূর্ব / ২৭.৩৩১৯° উত্তর ৮৮.৬১৪৬° পূর্ব / 27.3319; 88.6146
প্রণয়ন পদ্ধতিরাষ্ট্রপতি কর্তৃক, ভারতের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের নিশ্চিতকরণ সহ।
অনুমোদনকর্তাভারতের সংবিধান
রায় পুনর্বিচারের আবেদন স্থানভারতের সর্বোচ্চ ন্যায়ালয়
বিচারকের মেয়াদ৬২ বছর বয়সের মধ্যে বাধ্যতামূলক অবসর
পদের সংখ্যা
তথ্যক্ষেত্রhcs.gov.in/hcs/
প্রধান বিচারপতি
সম্প্রতিবিশ্বনাথ সোমাদ্দার
হইতে১২ অক্টোবর ২০২১

আদালতের আসনটি রাজ্যের প্রশাসনিক রাজধানী গ্যাংটকে অবস্থিত। ৩ জন বিচারকের একটি অনুমোদিত আদালতের সংখ্যা সহ, সিকিম হাইকোর্ট হল ভারতের সবচেয়ে ছোট হাইকোর্ট।

প্রধান বিচারপতি সম্পাদনা

মাননীয় বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দারকে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছিল যা ১২ অক্টোবর ২০২১ থেকে কার্যকর হয়।[১]

সাবেক প্রধান বিচারপতিদের তালিকা সম্পাদনা

  • মাননীয় বিচারপতি মনমোহন সিং গুজরাল (৭ মে ১৯৭৬ – ১৪ মার্চ ১৯৮৩)
  • মাননীয় বিচারপতি মোহন লাল শ্রীমল (১৭ ডিসেম্বর ১৯৮৩ – ৩ জানুয়ারী ১৯৮৫)
  • মাননীয় বিচারপতি যুগল কিশোর মহন্তী (২১ জানুয়ারি ১৯৮৬ – ৪ জানুয়ারি ১৯৮৯)
  • মাননীয় বিচারপতি ব্রজ নাথ মিশ্র (২০ জানুয়ারি ১৯৯০ – ৮ নভেম্বর ১৯৯২)
  • মাননীয় বিচারপতি সুরেন্দ্র নাথ ভার্গব (২০ জানুয়ারি ১৯৯৩ – ১০ ফেব্রুয়ারি ১৯৯৬)
  • মাননীয় বিচারপতি কৃষ্ণ মুরারি আগরওয়াল (১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ – ২৬ অক্টোবর ১৯৯৬)
  • মাননীয় বিচারপতি কানিয়াপ্পা অরুমুগা থানিক্কাচাল্লাম (২৭ আগস্ট ১৯৯৭ – ২৬ সেপ্টেম্বর ১৯৯৭)
  • মাননীয় বিচারপতি রেপুসূদন দয়াল (৩ ফেব্রুয়ারি ১৯৯৯ – ১৭ মে ২০০৩)
  • মাননীয় বিচারপতি রাধা কৃষ্ণ পাত্র (৯ জুলাই ২০০৩ – ২৩ নভেম্বর ২০০৪)
  • মাননীয় বিচারপতি বিনোদ কুমার রায় (৩০ সেপ্টেম্বর ২০০৫ – ২৬ ডিসেম্বর ২০০৬)
  • মাননীয় বিচারপতি অজয় নাথ রায় (২৭ জানুয়ারি ২০০৭ – ৩০ অক্টোবর ২০০৮)
  • মাননীয় বিচারপতি আফতাব হোসেন সাইকিয়া (৭ মার্চ ২০০৯ – ৭ এপ্রিল ২০১০)
  • মাননীয় বিচারপতি বারীন ঘোষ (বিচারপতি) (১৩ এপ্রিল ২০১০ – ৮ আগস্ট ২০১০)
  • মাননীয় বিচারপতি পিডি দিনাকরণ (৯ আগস্ট ২০১০ - ২৯ জুন ২০১১)
  • মাননীয় বিচারপতি পারমোদ কোহলি (১২ ডিসেম্বর ২০১১ – মার্চ ২০১৩)
  • মাননীয় বিচারপতি পিয়াস সি. কুরিয়াকোস (২৭ মার্চ ২০১৩ – ১ ফেব্রুয়ারি ২০১৩)
  • মাননীয় বিচারপতি এন কে জৈন (৭ জানুয়ারি ২০১৪ – ৭ অক্টোবর ২০১৪)
  • মাননীয় বিচারপতি সুনীল কুমার সিনহা (৮ অক্টোবর ২০১৪ – ৬ জুলাই ২০১৬)
  • মাননীয় বিচারপতি সতীশ কে. অগ্নিহোত্রী (২২ সেপ্টেম্বর ২০১৬ – ২০১৮)
  • মাননীয় বিচারপতি বিজয় কুমার বিস্ত (৩০ অক্টোবর ২০১৮ – ১৬ সেপ্টেম্বর ২০১৯)
  • মাননীয় বিচারপতি অরূপ কুমার গোস্বামী (১৫ অক্টোবর ২০১৯ – ৫ জানুয়ারী ২০২১)
  • মাননীয় বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী (৬ জানুয়ারী ২০২১ – ৩১ আগস্ট ২০২১)
  • মাননীয় বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দার (১২ অক্টোবর ২০২১ – দায়িত্বপ্রাপ্ত)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chief Justices appointed to Five High Courts [Read Notifications] - Bar & Bench"Bar & Bench (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-২৪। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২৫