সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা সাহিত্য ও ভাষা এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যে পত্রিকাটি যাত্রা শুরু হয়। সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাইসাহিত্য পত্রিকা দেশি-বিদেশি সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে।[][]

সাহিত্য পত্রিকা
সাহিত্য পত্রিকা বর্ষ ৫৯ সংখ্যা ১-২
ধরনগবেষণাধর্মী পত্রিকা
মালিকবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতামুহম্মদ আবদুল হাই
প্রকাশকঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস
সম্পাদকবায়তুল্লাহ্ কাদেরী
সহযোগী সম্পাদকতারিক মনজুর
প্রতিষ্ঠাকালআষাঢ়, ১৩৬৪ বঙ্গাব্দ (১৯৫৭)
ভাষাবাংলা
সদর দপ্তরবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রচলন৫৯ বর্ষ
আইএসএসএন০৫৫৮-১৫৮৩
ওয়েবসাইটআনুষ্ঠানিক বাতায়ন
ফ্রি অনলাইন আর্কাইভআর্কাইভ

প্রকাশনা ইতিহাস

সম্পাদনা

প্রকাশের শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পত্রিকাটি শীত ও বর্ষা সংখ্যা হিসেবে বছরে দুবার প্রকাশিত হতো। ১৯৮৪ হতে থেকে আষাঢ়, কার্তিক ও ফাল্গুন সংখ্যা হিসেবে বছরে তিনটি করে প্রকাশিত হতে থাকে।[]

১৪৩০ বঙ্গাব্দে (২০২৩) সাহিত্য পত্রিকার অনলাইন সংস্করণ এবং বিগত বছরগুলোতে প্রকাশিত সংখ্যার ওয়েব সংরক্ষণ শুরু হয়। সাহিত্য পত্রিকা অদ্যাবধি ৫৯টি বর্ষের ১৩৮টি সংখ্যায় ১২৯০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে।[][]



লেখকবৃন্দ ও লেখার তালিকা

সম্পাদনা
 
সাহিত্য পত্রিকা: বর্ষ ০১ ।। সংখ্যা ০১ ।। বর্ষা ১৩৬৪

সম্পাদক: মুহম্মদ আবদুল হাই

  1. মুহম্মদ শহীদুল্লাহ: বৌদ্ধ গানের ভাষা
  2. সৈয়দ সাজ্জাদ হোসায়েন: বাংলার অভিধান
  3. কাজী দীন মুহম্মদ: পদ্মাবতী কাব্যে আলাওয়াল
  4. আশুতোষ ভট্টাচার্য: ঊনবিংশ শতাব্দীর একজন মুসলমান কবি (খোন্দকার শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী)
  5. আহমদ শরীফ: বিদ্যাসুন্দরের কবি: দ্বিজ শ্রীধর কবিরাজ ও সাবিরিদ খান
  6. অজিতকুমার গুহ: রূপপ্রতীকের ধারা

"বর্ষ ০১ ।। সংখ্যা ০২ ।। শীত ১৩৬৪"। 

সম্পাদনা
 
সাহিত্য পত্রিকা: বর্ষ ০১ ।। সংখ্যা ০২ ।। শীত ১৩৬৪

সম্পাদক: মুহম্মদ আবদুল হাই

  1. আবু মহামেদ হাবিবুল্লাহ: বাঙলা সাহিত্যে উপাখ্যান : গুলে বকাওলী
  2. মুহম্মদ শহীদুল্লাহ: কানুপার কাল নির্ণয়
  3. মুহম্মদ আবদুল হাই: বাংলার ব্যঞ্জনধ্বনি(পূর্বানুবৃত্তি) ট বর্গীয় পৃষ্টধ্বনি(Retroflex plosive sounds)
  4. আহমদ শরীফ: আলাউল বিরচিত ‘তোহফা'
  5. আনিসুজ্জামান: গ্রন্থ-পরিচয়: লায়লী-মজনু : দৌলত উজীর বাহরাম খান। সম্পাদক: অধ্যাপক আহমদ শরীফ
 
সাহিত্য পত্রিকা : বর্ষ ৫৮ ।। সংখ্যা ০৩ ।। আষাঢ় ১৪৩০ ।। জুন ২০২৩

সম্পাদক: সৈয়দ আজিজুল হক

  1. শহীদ ইকবাল: সঞ্জয় ভট্টাচার্যের কবিতা
  2. মোহাম্মদ আজম: দোভাষী পুথি সম্পর্কে আবদুল করিম সাহিত্যবিশারদের দৃষ্টিভঙ্গি: ঐতিহাসিক ও সাংস্কৃতিক পটভূমি
  3. সৈয়দ শাহরিয়ার রহমান: সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র ছোটগল্পে দৃষ্টিপাতের ভাষা
  4. হোসনে আরা: নজরুল-প্রতিভা: ফার্সি কাব্যানুবাদের প্রেক্ষাপটে
  5. সাইম রানা: শতবর্ষে নজরুলের অগ্নি-বীণা : কবিতায় সাংগীতিকতা
  6. মুনিরা সুলতানা: সমালোচক শঙ্খ ঘোষ: রবীন্দ্রনাথ প্রসঙ্গ
  7. মাসুদা খাতুন জুঁই: বাংলাদেশের আধুনিক চিত্রকলার দ্বিতীয় পর্যায়: পঞ্চাশ ও ষাটের দশক
  8. জান্নাত আরা সোহেলী: সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন: প্রসঙ্গ ইতিহাস
  9. কানিজ ফাতেমা বর্ণা: কালো বরফ : শৈশব রূপায়ণে জাদুবাস্তবতা
  10. মোঃ আঙ্গুর হোসেন: শহীদুল জহিরের ছোটগল্প: নিম্নবর্গের অনুশীলন
 
সাহিত্য পত্রিকা: বর্ষ ৫৯: সংখ্যা ১-২

সম্পাদক: বায়তুল্লাহ্ কাদেরী

  1. সৈয়দ মোহাম্মদ শাহেদ: রবীন্দ্রনাথের ছড়া
  2. তারিক মনজুর: সৈয়দ ওয়ালীউল্লাহ্‌র নাটকের চরিত্র: কতটুকু মানুষ কতটুকু মানুষ নয়
  3. তিতাস কুমার শীল: সংস্কৃত সূক্তিতে সমাজ
  4. জোবায়ের আবদুল্লাহ: বিনয় মজুমদারের কবিতা: প্রেম ও নিসর্গের নান্দনিক শিল্পভাষ্য
  5. মোহাম্মদ সাকিবুল হাসান: আবুল মনসুর আহমদের আয়না: সমকালীন সমাজ ও রাজনীতি
  6. গোলাম মাহ্‌মুদ পাভেল: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে: কবির মগ্নচৈতন্যের আর্কাইভ
  7. মাহফুজা মাহবুব: শামসুর রাহমানের উপন্যাসে আত্মজৈবনিক অনুষঙ্গ
  8. মোছা. শিরিনা খাতুন: সরদার জয়েনউদ্‌দীনের ছোটগল্প: গ্রামীণ সমাজবাস্তবতার চালচিত্র
  9. সাবিহা নূর জামিন: রূপে-রূপান্তরে ছোটগল্পের জগদীশ গুপ্ত
  10. প্রণবকুমার সাহা, কেকা ঘোষ: ইতিহাসের প্রেক্ষিতে ‘বর্দ্ধমান সাহিত্যসভা’

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাহিত্য পত্রিকা"journal.bangla.du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১১ 
  2. বিশ্বজিৎ ঘোষ (২০১২)। "সাহিত্য পত্রিকা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743