সালাহউদ্দিন প্রদেশ
সালাহউদ্দিন (আরবি: صلاح الدين) ইরাকের একটি প্রদেশ। এটি বাগদাদ শহরের উত্তরে অবস্থিত। প্রদেশটির আয়তন ২৪,৭৫১ বর্গকিলোমিটার। ২০০৩ সালে প্রদেশটির প্রাক্কলিত জনসংখ্যা ছিল ১,১৪৬,৫০০। তিকরিত শহর প্রদেশটির রাজধানী। প্রদেশটির সবচেয়ে বড় শহর হল সামারা। ১৯৭৬ সালের আগে প্রদেশটি বাগদাদ প্রদেশের অংশ ছিল।
সালাহউদ্দিন প্রদেশ صلاح الدين | |
---|---|
প্রদেশ | |
![]() | |
স্থানাঙ্ক: ৩৪°২৭′ উত্তর ৪৩°৩৫′ পূর্ব / ৩৪.৪৫০° উত্তর ৪৩.৫৮৩° পূর্ব | |
দেশ | ইরাক |
রাজধানী | তিকরিত |
আয়তন | |
• মোট | ২৪,৭৫১ বর্গকিমি (৯,৫৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৪,০৮,২০০[১] |
প্রধান ভাষা | আরবি |

১২শ শতকের কুর্দি নেতা সালাহউদ্দিনের নামানুসারে প্রদেশটির নামকরণ করা হয়েছে। অনেক সময় এটিকে সালাহউদ্দিন প্রদেশ নামেও ডাকা হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |