সালফিউরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ; যা একটি শক্তিশালী খনিজ অ্যাসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম “হাইড্রোজেন সালফেট”। এটির সংকেত H2SO4। সালফিউরিক অ্যাসিড জলে দ্রবণীয়। সালফিউরিক অ্যাসিড পূর্বে ‘অয়েল অফ ভিট্রিয়ল’ নামে অভিহিত ছিল।
নামসমূহ | |
---|---|
ইউপ্যাক নাম
Sulfuric acid
| |
অন্যান্য নাম
অয়েল অব ভিট্রিয়ল
গন্ধকাম্ল গন্ধক দ্রাবক | |
শনাক্তকারী | |
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.০২৮.৭৬৩ |
ইসি-নম্বর |
|
ই নম্বর | E৫১৩ (অম্লতা নিয়ন্ত্রক, ...) |
আরটিইসিএস নম্বর |
|
ইউএন নম্বর | 1830 |
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
বৈশিষ্ট্য | |
আণবিক ভর | 98.08 g/mol |
বর্ণ | স্বচ্ছ, বর্ণহীন, গন্ধহীন তরল |
গলনাঙ্ক | ১০ °সে (৫০ °ফা; ২৮৩ K) |
স্ফুটনাঙ্ক | ৩৩৭ °সে (৬৩৯ °ফা; ৬১০ K) |
অম্লতা (pKa) | −3 |
সান্দ্রতা | 26.7 cP (20 °C) |
ঝুঁকি প্রবণতা | |
ইইউ শ্রেণীবিভাগ (ডিএসডি)
|
Corrosive (C) |
আর-বাক্যাংশ | আর৩৫ |
এস-বাক্যাংশ | (এস১/২), এস২৬, এস৩০, এস৪৫ |
এনএফপিএ ৭০৪ | |
ফ্ল্যাশ পয়েন্ট | অদাহ্য |
সম্পর্কিত যৌগ | |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
তথ্যছক তথ্যসূত্র | |
প্রস্তুত প্রণালী
সম্পাদনা2H+ + SO42- → H2SO4 এখানে হাইড্রজেন ও সালফেট এর রাসায়নিক বিক্রিয়ায় সালফিউরিক এসিড তৈরি হয়। এখানে সালফেট আয়নের চার্জ 2।
স্পর্শ চেম্বারে 400-500 C তাপমাত্রায় Pt চূর্ণ বা V2O5 প্রভাবকের উপস্থিতিতে SO2 অক্সিজেন দ্বারা জারিত হয়ে SO3 উৎপন্ন করে
- 2SO2 + O2 → 2SO3 + 198 KJ
SO3 এর সাথে পানি যোগ করলে H2SO4 উৎপন্ন হয়
- SO3 + H2O → H2SO4 (98%)
তবে এ পদ্ধতিতে তৈরি না করে নিচের পদ্ধতিতে তৈরি করা হয়। কারণ উপর্যুক্ত পদ্ধতিতে ধোয়ার সৃষ্টি হয় যা ল্যাবরেটরির পরিবেশ দূষিত করে
- 98%H2SO4 + SO3 → H2S2O7
H2S2O7 কে অলিয়াম বা পাইরো সালফিউরিক এসিড বলা হয়। H2S2O7 এর সাথে প্রয়োজনীয় পানি (H2O) যোগ করা হয়।
- H2S2O7 + H2O → 2H2SO4
এভাবে প্রয়োজনীয় ঘনমাত্রার H2SO4 তৈরি করা হয়।
ভৌত ধর্মাবলী
সম্পাদনা- এটি টক স্বাদযুক্ত।
- এটি নীল লিটমাসকে লাল করে।
রাসায়নিক ধর্মাবলী
সম্পাদনাএটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এটি ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে।
H2SO4 কে জলীয় দ্রবনে বিয়োজিত করলে H2SO4(aq)=2H+(aq)+SO 4 2-(aq)
ব্যবহার
সম্পাদনাবিশ্বে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত রাসায়নিক যৌগসমূহের মধ্যে সালফিউরিক এসিড সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। ২০১৮ সালে সারা বিশ্বে প্রায় ২৬ কোটি ৬০ লক্ষ টন ওজনের সালফিউরিক এসিড উৎপাদন করা হয়।[১]
- সালফিউরিক এসিডের সিংহভাগই রাসায়নিক সার উৎপাদন প্রক্রিয়াতে কাজে লাগানো হয়। সালফিউরিক এসিড থেকে ফসফরিক এসিড বানানো হয়, যাকে আবার ফসফেট সার, ক্যালসিয়াম ডাইহাইড্রোজেনফসফেট ও অ্যামোনিয়াম ফসফেট বানাতে ব্যবহার করা হয়। এছাড়া সালফিউরিক এসিড থেকে অ্যামোনিয়াম সালফেট সারও প্রস্তুত করা হয়।
- এটি ধাতুর আকরিক থেকে ধাতুকে দ্রবণীয় সালফেট লবণ আকারে অপদ্রব্য থেকে পৃথক করে নিষ্কাশন করতে ব্যবহৃত হয়।
- এটি কাপড় পরিষ্কারক ডিটারজেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয়।
- এটি কাগজশিল্পে মণ্ড ও কাগজ প্রস্তুত প্রক্রিয়াতে ব্যবহৃত হয়।
- এটি মোটরযানে ব্যবহৃত সীসা-এসিড তড়িৎকোষে ব্যবহৃত হয়।
- এটি অন্যান্য রাসায়নিক দ্রব্য যেমন হাইড্রোফ্লোরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, সালফেট লবণ, রং ও রঞ্জক পদার্থ (যেমন সাদা টাইটেনিয়াম অক্সাইড), বিস্ফোরক পদার্থ, বারুদ, দিয়াশলাই, কীটনাশক ও ঔষধ প্রস্তুতে ব্যবহৃত হয়।
- এটি খনিজ তেল বা পেট্রোলিয়াম পরিশোধন প্রক্রিয়াতে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয়।
- এটি ধাতুর ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজেশন প্রক্রিয়ার আগে ধাতব অক্সাইড দূর করতে ব্যবহৃত হয়।
- এটি রবারের ভলকানাইজিং প্রক্রিয়াতে ব্যবহৃত হয়।
- এটি কিছু কিছু রাসায়নিক প্রক্রিয়াতে পানি দূর করতে ব্যবহৃত হয়।
- এটি রেয়ন ও নাইট্রোগ্লিসারিনের শিল্পোৎপাদন প্রক্রিয়াতে বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত হয়।
- এটি আলোকচিত্রগ্রহণ ও মুদ্রণে ব্যবহৃত হাইপো তৈরিতে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Global Sulfuric Acid Market to Surpass 324.1 Million Tons by 2027, সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০