সায়রা ইউসুফ

পাকিস্তানী অভিনেত্রী

সায়রা ইউসুফ হচ্ছেন পাকিস্তানের একজন টেলিভিশন অভিনেত্রী। টেলিভিশন ছাড়াও সায়রা কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১২ সালে তার শ্যাহরুজ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের পর তাকে সবাই সায়রা শ্যাহরুজ নামে চিনতো কিন্তু ২০২০ সালে শ্যাহরুজকে তালাক দেন সায়রা, যদিও সায়রার একটি বাচ্চা আছে ঐ সংসার থেকে।

সায়রা ইউসুফ
জন্ম (1988-04-20) ২০ এপ্রিল ১৯৮৮ (বয়স ৩৫)
পেশাঅভিনেত্রী, মডেল, ভিডিও জকি
কর্মজীবন২০১১-বর্তমান
উচ্চতা১৭৩ সেন্টিমিটার
দাম্পত্য সঙ্গীশ্যাহরুজ (২০২০ সালে তালাক)
সন্তান

সায়রা মূলত হাম টিভি চ্যানেলের 'মেরা নাসিব' নাটকের জন্য বেশি পরিচিত যেটা ২০১১ সালে প্রচারিত হতো। সায়রা পাকিস্তানের একজন অন্যতম সর্বোচ্চ আয়কারী টেলিভিশন অভিনেত্রী ছিলেন।[১] সায়রা নাটকে অভিনয় শুরুর আগে এমটিভি পাকিস্তান চ্যানেলের ভিডিও জকি হিসেবে কাজ করতেন।[২][৩] সায়রা অভিনীত প্রথম চলচ্চিত্র ছিলো ২০১৭ সালের 'চলে থে সাথ'।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "You will be surprised to know how much these Pakistani actors earn"Daily Pakistan Global (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২৩ 
  2. Qamar, Saadia (২০১৫-১১-৩০)। "Cold start to a festive season - The Express Tribune"Tribune.com.pk। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২৮ 
  3. Shahid, Umnia (২০১৫-১০-০২)। "Red carpet round-up Triumphs and the tawdry - The Express Tribune"Tribune.com.pk। সংগ্রহের তারিখ ২০১৫-১২-২৮ 
  4. "Saira Shahroz set for the silver screen - The Express Tribune"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-২৮। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-০২ .

বহিঃসংযোগ সম্পাদনা