সামিয়া জেলা (আরবি: مديرية سامع ) ইয়েমেনের তাইজ গভর্নরেটের একটি জেলা। ২০০৩ সালের শুমারি হিসাবে এ জেলার জনসংখ্যা ৪১৪৬৪ জন।[১]

সামিয়া জেলা
জেলা
দেশ ইয়েমেন
গভর্নরেটতাইজ
জনসংখ্যা (২০০৩)
 • মোট৪১,৪৬৪ জন
সময় অঞ্চলইয়েমেনী সময় (ইউটিসি+৩)

অবস্থান সম্পাদনা

 
এ মানচিত্র তাইজ জেলাগুলিকে দেখায়

এ জেলাটি তাইজ গভর্নরেটের দক্ষিণ অংশে অবস্থিত। এর উত্তরে দিমনাত খাদির, দক্ষিণে আল-মাওয়াসিত, পূর্বে আস সিলউ এবং পশ্চিমে আল- মাফের অবস্থিত।[২]

সামিয়া জেলার উজাল ও গ্রাম সম্পাদনা

ইয়েমেনের গ্রামীণ জেলাগুলিকে 'উজাল' বলা হয়। উজালকে গ্রামে ভাগ করা হয়। সামিয়া জেলায় একটি মাত্র উজাল রয়েছে।[৩]

উজলাত সামেআ সম্পাদনা

  • হোরাত মারকাজ আল-মুদিরিয়া গ্রাম।
  • আল-থিজা গ্রাম।
  • আল-ওয়াসিতা গ্রাম।
  • বাকিয়ান গ্রাম।
  • নাহমান গ্রাম।
  • হাওড়া গ্রাম।
  • আল-খাদরা গ্রাম।
  • 'আধান গ্রাম।
  • আল-সালাফ গ্রাম।
  • সারাবিত উয়েলা (উপরের সারাবিত) গ্রাম।
  • সরবিত আসফল (নিম্ন সরবিত) গ্রাম।
  • মাওকিহ গ্রাম।
  • কায়ান গ্রাম।
  • আল-মাধবাহ গ্রাম।
  • আল-খারাইব গ্রাম।
  • আল-জিবা গ্রাম।
  • আল-দিয়া' গ্রাম।
  • আল আকিম গ্রাম।
  • আল-মায়াসিন গ্রাম।
  • আল-বালস গ্রাম।
  • মুশরিফা গ্রাম।
  • দমনাত সামেয়া গ্রাম।
  • আল-বিরহ গ্রাম।
  • আল-রাহিউহ গ্রাম।
  • আল-নাজিদ গ্রাম।
  • হারুর গ্রাম।
  • হামান গ্রাম।
  • বনি তামিম গ্রাম।
  • আল-খানফ গ্রাম।
  • ধী কাতিশ গ্রাম।
  • আল-কাতব গ্রাম।
  • আল-মুহিরিব গ্রাম।
  • হাফরাত গ্রাম।
  • 'আরিদত শারি' গ্রাম।
  • 'আরজিশ গ্রাম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Districts of Yemen"। Statoids। সংগ্রহের তারিখ অক্টোবর ২১, ২০১০ 
  2. "المديريات"www.taizgov.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২১ 
  3. "الدليل الشامل - محافظة تعز - مديرية سامع"www.yemenna.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-২১