সাবিতাবেন খান্ত

ভারতীয় রাজনীতিবিদ

সাবিতাবেন খান্ত (মৃত্যু: ২১ ডিসেম্বর ২০১২, বড়োদরা) একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন বিরমিয়া গ্রামের বাসিন্দা। ২০১২ গুজরাত বিধানসভা নির্বাচনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে মোরভা-হাডাফ (এসটি) আসন থেকে জয়ী হয়েছিলেন। এটি তাঁর প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক একদিন পরেই তিনি বড়োদরার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। [১][২]

বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য কংগ্রেসের ৫৭ বিধায়কে মধ্যে তিনিও সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Indian Express. Just elected, first-time Cong MLA in Guj loses battle for life
  2. NDTV. Newly-elected Gujarat Congress MLA dies
  3. "Congress MLAs suspended, again"The Times of India। ১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৮