সাবা ইমতিয়াজ

পাকিস্তানি লেখিকা

সাবা ইমতিয়াজ (জন্মঃ ১৯৮৫) হচ্ছেন পাকিস্তানের একজন লেখক, সাংবাদিক, সমালোচক এবং চিত্রনাট্য পরিচালক; তার জন্ম সংযুক্ত আরব আমিরাতে হলেও তিনি একজন পাকিস্তানি নাগরিক এবং পাকিস্তানের করাচিতে থাকেন। তিনি পাকিস্তানের করাচিভিত্তিক সংবাদপত্র দ্য নিউজ ইন্টারন্যাশনাল এবং দ্য এক্সপ্রেস ট্রিবিউনে কাজ করতেন। পরে তিনি দ্য গার্ডিয়ান সংবাদপত্রে কাজ করা শুরু করেন।[১] তিনি 'করাচি ইউ আর কিলিং মি' নামের একটি উপন্যাস লেখেন যেটি ২০১৪ সালে প্রকাশিত হয়।

সাবা ইমতিয়াজ
জন্ম (1985-06-18) ১৮ জুন ১৯৮৫ (বয়স ৩৮)
সংযুক্ত আরব আমিরাত
জাতীয়তাপাকিস্তানি
পেশালেখক, সাংবাদিক, সমালোচক, চিত্রনাট্য পরিচালক
উল্লেখযোগ্য কর্ম
করাচি ইউ আর কিলিং মি

কর্মজীবন সম্পাদনা

সাবার কর্মজীবন সাংবাদিক হিসেবে শুরু হয়েছিলো; সাংবাদিকতা করা ছাড়াও তিনি কোক স্টুডিও (পাকিস্তান)-এ কাজ করেছেন।[২][৩]

করাচি ইউ আর কিলিং মি সম্পাদনা

সাবা ২০১৪ সালে 'করাচি অউ আর কিলিং মি' নামের একটি উপন্যাস লেখে আলোচনায় আসেন। উপন্যাসটি হচ্ছে ২৮ বছর বয়স্ক এক সাংবাদিক তরুণীর জীবন নিয়ে যে করাচির মতো একটি বিপজ্জনক শহরে থাকে এবং নিজের জন্য একজন জীবন সঙ্গী খোঁজে।[৪] উপন্যাসটি অবলম্বনে ২০১৭ সালে হিন্দি চলচ্চিত্র নূর নির্মিত হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://www.theguardian.com/news/2018/dec/13/saifullah-uzair-paracha-guantanamo-bay-al-qaida-war-on-terror
  2. Imtiaz, Saba (জুলাই ২৪, ২০১০)। "The hits and misses of Coke Studio"tribune.com.pk। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৫ 
  3. Imtiaz, Saba (আগস্ট ৪, ২০১০)। "Coke Studio comes to an end"tribune.com.pk। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৫ 
  4. Virani, Faiza (মার্চ ২৩, ২০১৪)। "COVER STORY: Karachi, You're Killing Me! by Saba Imtiaz"dawn.com। সংগ্রহের তারিখ জুলাই ২৭, ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা