সাবাহ রাজ্য মসজিদ

মালয়েশিয়ার মসজিদ

সাবাহ রাজ্য মসজিদ (এছাড়াও মসজিদ নেগ্রি সাবাহ নামে পরিচিত) হচ্ছে মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কেন্দ্রীয় মসজিদ। জালান মাত সাল্লেহ এবং জালান তঙ্কু আবদুল রহমানের নিকটস্থ সেমবুলানে এটি অবস্থিত।

সাবাহ রাজ্য মসজিদ
মসজিদ নেগারী সাবাহ্
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি
অবস্থান
অবস্থানকেনবালাহ, সাবাহ, মালয়েশিয়া
স্থানাঙ্ক৫°৫৭′৩৬″ উত্তর ১১৬°৪′২″ পূর্ব / ৫.৯৬০০০° উত্তর ১১৬.০৬৭২২° পূর্ব / 5.96000; 116.06722
স্থাপত্য
স্থপতিদত্ত বোরহানউদ্দিন কাশেম
জুবিনা বেতাগি
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
সম্পূর্ণ হয়১৯৭৫; ৪৯ বছর আগে (1975)
বিনির্দেশ
ধারণক্ষমতা৫,০০০
গম্বুজসমূহ১৭
মিনার১৭
মিনারের উচ্চতা২১৫ ফুট

ইতিহাস সম্পাদনা

১৯৭০ সালে এর নির্মাণকাজ শুরু হয়েছিল এবং ১৯৭৫ সালে সম্পন্ন হয়েছে। স্থাপত্য নকশাটি দিতো বাহারউদ্দিন আবু কাসিমের নেতৃত্বে আরকিটেক জুড়ুবিনা বার্তিগা করেছিলেন। মসজিদটি আনুষ্ঠানিকভাবে ১৯৭৭ সালের ২৮শে জুন ক্যালানটানের সুলতান ইয়াহিয়া পেট্রা ষষ্ঠ ইয়াং ডি-পের্টুয়ান আগং দ্বারা উদ্বোধন করা হয়েছে।

সাবাহ রাজ্যর সমাধি সম্পাদনা

সাবাহ রাজ্যের মাজার মসজিদটির নিকটে অবস্থিত। ১৯৭৬ সালের জুন মাসে ডাবল সিক্স ট্র্যাজেডি বিমান দুর্ঘটনায় মারা যাওয়া সাবাহের মুখ্যমন্ত্রী টুন ফুয়াদ স্টিফেনস প্রথম ব্যক্তি হিসেবে এই সমাধিতে শায়িত হন।

উল্লেখযোগ্য সমাধি সম্পাদনা

  • টুন ফুয়াদ স্টিফেনস (ডোনাল্ড স্টিফেনস) – সাবাহ রাজ্য ইয়াং ডি-পার্টুয়া নেগেরি (গভর্নর) (১৯৭৩–১৯৭৫) এবং সাবাহের মুখ্যমন্ত্রী (মৃ. ১৯৭৬)
  • তুন মোহাম্মদ হামদান আবদুল্লাহ – সাবাহ রাজ্য ইয়াং ডি-পার্টুয়া নেগেরি (গভর্নর) (১৯৭৫–১৯৭৭) (মৃ. ১৯৭৭)
  • টুন পেঙ্গিরান আহমদ রাফায়ে – সাবাহ রাজ্য ইয়াং ডি-পার্টুয়া নেগেরি (গভর্নর) (১৯৬৫–১৯৭৩) (মৃ. ১৯৯৫)
  • টুন সাইদ কেরুয়াক – সাবাহ রাজ্য ইয়াং ডি-পার্টুয়া নেগেরি (গভর্নর) (১৯৮৭–১৯৯৪) (মৃ. ১৯৯৫)
  • টুন মোহাম্মদ আদনান রবার্ট – সাবাহ রাজ্য ইয়াং ডি-পার্টুয়া নেগেরি (গভর্নর) (১৯৭৯–১৯৮৭) (মৃ. ২০০৩)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা