সাবরি ভ্রাতৃবৃন্দ

(সাবরি ব্রার্দাস থেকে পুনর্নির্দেশিত)

সাবরি ব্রাদার্স (পাঞ্জাবি, উর্দু: صابری برادران‎‎) পাকিস্তানের একটি সুফি কাউয়ালি শিল্পী দল, যারা চিশতিয়া তরিকার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদেরকে অনেক সময় পাকিস্তানের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত বলা হয়। সাবরি ব্রাদার্স প্রয়াত হাজী গোলাম ফরিদ সাবরি ও তার ছোট ভাই হাজী মকবুল সাবরি নেতৃত্বে গঠিত হয়েছিল। [১][২]

সাবরি ব্রাদার্স
সাবরি ব্রাদার্স মঞ্চে তাজেদারে হেরেম কাউয়ালি সঙ্গীতটি পরিবেশন করছেন।
সাবরি ব্রাদার্স মঞ্চে তাজেদারে হেরেম কাউয়ালি সঙ্গীতটি পরিবেশন করছেন।
প্রাথমিক তথ্য
উদ্ভবকল্যিয়ানা, পূর্ব পাঞ্জাবের
ধরনকা্উয়ালি
কার্যকাল১৯৫৬–বর্তমান
লেবেলArion
Auvidis
UNESCO
Real World
Piranha
Oriental Star Agencies
Xenophile
Sirocco
Nonesuch
সদস্যমেহমুদ গজনবী সাবরি ( ১৯৭৫–বর্তমান)
প্রাক্তন
সদস্য
গোলাম ফরিদ সাবরি ( ১৯৩০-৯৪)
কামাল সাবরি (? -২০০১)
মকবুল আহমেদ সাবরি (১৯৪৫–২০১১)

প্রাথমিক সদস্যরা সম্পাদনা

সাবরি ব্রাদার্স এর মূল সদস্যরা হলেন গোলাম ফরিদ সাবরি, মকবুল সাবরি, কামাল সাবরি, মেহমুদ গজনবী সাবরি, ফজল ইসলাম, আজমত ফরিদ সাবরি, সারওয়াত ফরিদ সাবরি, জাভেদ কামাল সাবরি, ওমর দারাজ, আব্দুল আজিজ, মসিহউদ্দীন, আব্দুল করিম, এবং মোহাম্মদ আনোয়ার।

তথ্যসূত্র সম্পাদনা