সাবগ্রাম ইউনিয়ন

বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন

সাবগ্রাম ইউনিয়ন বাংলাদেশের বগুড়া জেলার বগুড়া সদর উপজেলার একটি ইউনিয়ন।

সাবগ্রাম ইউনিয়ন
ইউনিয়ন
২ নং সাবগ্রাম ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাবগুড়া সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ ফরিদ
আয়তন
 • মোট২০ বর্গকিমি (৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১৯,১৯০
 • জনঘনত্ব৯৬০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান সম্পাদনা

বগুড়া শহর হতে পূর্ব দিকে ২য় বাইপাস মহাসড়ক ও বগুড়া-সারিয়াকান্দি সড়কের সংযোগস্থলে দক্ষিণ পাশে সাবগ্রাম ইউনিয়ন অবস্থিত।

সাবগ্রাম ইউনিয়নের সাথে বগুড়া পৌরসভা, রাজাপুর ইউনিয়ন এবং গাবতলী ও শাজাহানপুর উপজেলার সীমান্ত আছে।বগুড়া শহর থেকে এর দূরত্ব ৫ কিলোমিটার।[১]

যোগাযোগ সম্পাদনা

বগুড়া শহর থেকে সাবগ্রামে আসার জন্য প্রধানত দুটি সড়ক ব্যবহৃত হয়। সেগুলো হলো চেলোপাড়া-চন্দনবাইশা সড়ক ও চেলোপাড়া-সারিয়াকান্দি সড়ক । এছাড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে বগুড়ার বনানী হয়ে ঢাকা থেকে সাবগ্রামে আসা যায়।

আয়তন সম্পাদনা

ইউনিয়নের মোট আয়তন ২০ বর্গকিলোমিটার।[১]

ইতিহাস সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

ইউনিয়নের মোট জনসংখ্যা ১৯১৯০ জন।[১]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

সাবগ্রাম ইউনিয়নে মোট ৯টি গ্রাম ও ৯টি মৌজা রয়েছে।[১]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

ইউনিয়নের সাক্ষরতার হার ৫২%। ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা[১]

  • মাধ্যমিক বিদ্যালয়১ টি ( কুদরতিয়া উচ্চ বিদ্যালয়)
  • মাদ্রাসা ৭ টি
  • সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ টি এবং
  • বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১ টি

হাট-বাজার সম্পাদনা

১। সাবগ্রাম হাট: এই হাট বহু পূর্বে থেকে বসে আসে।এই হাটের হাটবার শনিবার ও মঙ্গলবার।এই দুইদিন বৃহৎ পরিসরে পন্য কেনাবেচা হয়। অন্যদিন স্বাভাবিক বেচাকেনা হয়। এখানে পুরাতন সাইকেল, রিক্সা ও ভ্যান বিক্রির জন্য বিশেষ স্থান বরাদ্দ আছে যা "সাইকেল হাট" নামে পরিচিত। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষে সাবগ্রামে গবাদি পশু কেনাবেচার হাট বসে।

২। অদ্দিরগোলা বাজার[২] অদ্দিরগোলা বাজার অপেক্ষাকৃত নতুন।এটি বুজর্গধামা এবং ক্ষিদ্রধামা গ্রামে প্রবেশ মুখে চেলোপাড়া টু চন্দনবাইশা রোডে অবস্থিত। প্রতিদিন এখানে বেচাকেনা হয়।

জনপ্রতিনিধি সম্পাদনা

ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ড থেকে নয়জন সদস্য ও তিনজন নারী সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

সাবগ্রাম ইউনিয়নে ৩৫টি মসজিদ, ৫টি মন্দির ও ২টি ঈদগাহ রয়েছে।[১]

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "হাট-বাজার"shabgramup.bogra.gov.bd। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২০