সান মাইক্রোসিস্টেম্‌স

(সান মাইক্রোসিস্টেম থেকে পুনর্নির্দেশিত)

সান মাইক্রোসিস্টেম্‌স (ইংরেজি: Sun Microsystems সান্‌ মায়্‌ক্রোসিস্টাম্‌জ়্‌) একটি বহুজাতিক প্রকৌশলবিষয়ক ব্যবসা প্রতিষ্ঠান।যার প্রধান কার্যালয় সান্তা ক্লারা,ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।এটি ২৪শে ফেব্রুয়ারি,১৯৮২ সালে প্রতিষ্ঠিত। সান মিক্রোসিস্টেমস প্রধানত কম্পিউটার সার্ভার, ওয়ার্কস্টেশন প্রস্তুতকারক। যদিও সানকে হার্ডওয়ার কোম্পানি হিসাবা বলা হয়েছে তার পরেও তারা বেশ কিছু নামকরা সফটওয়্যার তৈরি করেছে।তার মাঝে উল্লেখযোগ্য হলো সোলারিস (এটি একটি অপারেটিং সিস্টেম), জাভা প্লাটফর্ম, ওপেন অফিস, ডাটাবেজ ম্যানেজমেন্ট করার জন্যে মাইএসকিউএল। ২০০৯ সালের ২০ এপ্রিলের এক চুক্তি অনুযায়ী ২০১০ সালের ৭ জানুয়ারি ওরাকল কর্পোরেশন সান মাইক্রোসিস্টেমসকে ৭.৪ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়। বিনোদ খোসলা এর অন্যতম প্রতিষ্ঠাতা।

সান মাইক্রোসিস্টেম্‌স
ধরনপাবলিক
শিল্পকম্পিউটার সিস্টেমস
কম্পিউটার সফটওয়্যার
উত্তরসূরীওরাকল কর্পোরেশন
প্রতিষ্ঠাকাল২৪ ফেব্রুয়ারি ১৯৮২ (1982-02-24)
প্রতিষ্ঠাতাবিনোদ খোসলা
এন্ডি বেথটোশেইম
বিল জয়
স্কট ম্যাকনিলি
বিলুপ্তিকাল২৭ জানুয়ারি ২০১০ (2010-01-27)
অবস্থাওরাকল কর্পোরেশন দ্বারা অধিকৃত
সদরদপ্তর,
USA
পণ্যসমূহসার্ভার
ওয়ার্কস্টেশন
কম্পিউটার ডাটা স্টোরেজ
Services
মালিকওরাকল কর্পোরেশন
কর্মীসংখ্যা
৩৮,৬০০(near peak, 2006)[১]
ওয়েবসাইটwww.oracle.com/us/sun/index.htm

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Company Info"। Sun Microsystems। সংগ্রহের তারিখ ২০০৬-১২-০৪ 
  2. "The Network is the Computer (YouTube video uploaded by Sun Microsystems)"। YouTube। সংগ্রহের তারিখ ডিসেম্বর ২৩, ২০০৭