সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() বিদ্যালয়ের মূল প্রবেশদ্বার | |
অবস্থান | |
তথ্য | |
ধরন | মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
সেশন | জানুয়ারি-ডিসেম্বর |
সভাপতি | আলহাজ্ব জাহেদুল ইসলাম |
প্রধান শিক্ষক | আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী |
শিক্ষকমণ্ডলী | ১৮ জন |
শ্রেণী | ৬ষ্ঠ-১০ম |
Years offered | ২০০০ | -বর্তমান
লিঙ্গ | বালক |
শিক্ষার্থী সংখ্যা | ৫০০+ |
ছাত্র-শিক্ষক অনুপাত | ৫০০:১৮ |
ভাষার মাধ্যম | বাংলা |
ক্যাম্পাস | শহর |
রঙ | সাদা-কালো |
ওয়েবসাইট | http://www.sibsc.edu.bd |
অবস্থানসম্পাদনা
এই বিদ্যালয়টি চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও এলাকায় অবস্থিত।
ইতিহাসসম্পাদনা
২০০০ সালে এই মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এস.সি। .[১]
শিক্ষক - শিক্ষার্থীসম্পাদনা
এই বিদ্যালয়টিতে প্রায় ৫০০ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের শিক্ষাদানের জন্য ১৮ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিয়োজিত আছে।[২]
অবকাঠামোসম্পাদনা
এই বিদ্যালয়ে চারতালা বিশিষ্ট একটি ভবন বিদ্যমান। এই ভবনে পাঠদানসহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়।
ব্যবস্থাপনাসম্পাদনা
অত্র বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন আলহাজ্ব জাহেদুল ইসলাম সহ ১৪ জন সদস্য।.[৩]
সহ-শিক্ষা কার্যক্রমসম্পাদনা
বিতর্ক, সাংস্কৃতিক, চিত্রাংকন, স্কাউট, রেডক্রিসেন্ট, দেয়ালিকা প্রকাশ, ইনডোর ও আউটডোর খেলা ইত্যাদি হয়ে থাকে।
ফলাফলসম্পাদনা
এসএসসি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ পরীক্ষার্থী | জিপিএ-৫ A+ প্রাপ্ত | পাশের হার |
---|---|---|---|---|
২০১২ | ১৩৭ | ১১০ | ৫ জন | ৮০.৫% |
২০১৩ | ১১১ | ১০৫ | ১০ জন | ৯৪.৫% |
২০১৪ | ১৩৮ | ১৩৭ | ১৮ জন | ৯৯.২৮% |
২০১৫ | ১৪৫ | ১৩৯ | ২১ জন | ৯৯.১৫% |
২০১৬ | ১৩৬ | ১৩৬ | ২৭ জন | ১০০% |
২০১৭ | ১৩৬ | ১৩১ | ১৭ জন | ৯৭.০৪% |
২০১৮ | ২০৩ | ১৯৩ | ১৩ জন | ৯৬.৭% |
২০১৯ | ২০২ | ১৯৯ | ১৯ জন | ৯৮.৫% |
২০২০ | ২০৯ | ২০৬ | ২০ জন | ৯৮.৯৮% |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বিদ্যালয়ের ইতিহাস"। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত তথ্য।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ উজ্জীবন বার্ষিকী: ফলাফল এবং অর্জন, পৃষ্ঠা:২৫, সংস্করণ: ২০১৪-১৫