সানাউল হক
সানাউল হক (২৩ মে ১৯২৪ - ৪ মে, ১৯৯৩) ছিলেন একজন বাংলাদেশী কবি, অনুবাদক ও শিক্ষাবিদ।
সানাউল হক | |
---|---|
![]() | |
জন্ম | আল-মামুন সানাউল হক ২৩ মে ১৯২৪ |
মৃত্যু | ৪ মে ১৯৯৩ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৬৮)
জাতীয়তা | বাংলাদেশী |
মাতৃশিক্ষায়তন | ঢাকা বিশ্ববিদ্যালয় |
আত্মীয় | মোতাহের হোসেন চৌধুরী (চাচা) |
শৈশব ও শিক্ষা জীবন
সম্পাদনাসানাউল হক ১৯২৪ সালের ২৩ মে ব্রিটিশ ভারতের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চাউরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহুরুল হক ও মাতা সৈয়দা হোসেনী বেগম। ১৯৩৯ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন, ১৯৪১ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তার ইন্টারমিডিয়েট এবং ১৯৪৪ সালে অর্থনীতি বিষয়ে বিএ সম্মান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৫ সালে এমএ সম্পন্ন করেন। ১৯৪৬ সালে তিনি বিএল ডিগ্রি লাভ করেন।[১]
কর্মজীবন
সম্পাদনাসানাউল হক ২৯ নভেম্বর ১৯৪৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৪৮ সালের ৩০ জুন পর্যন্ত যেখানে অধ্যাপনা করেন। পরে তিনি একজন আমলা হিসেবে সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাহিত্যের সাথে জড়িত ছিলেন ও অনেকগুলি কাব্যগ্রন্থ প্রকাশ করেন।
প্রকাশিত গ্রন্থগুলো
সম্পাদনাসময়কাল | গ্রন্থের নাম |
---|---|
১৯৫৬ | নদী ও মানুষের কবিতা |
১৯৬২ | সম্ভবা অনন্য |
১৯৬৩ | সূর্য অন্যতর |
১৯৬৪ | বন্দর থেকে বন্দরে (রম্যরচনা) |
১৯৭৩ | বিচূর্ণ আর্শিতে |
১৯৭৩ | একটি ইচ্ছা সহস্র পালে |
১৯৭৫ | কাল সমকাল |
১৯৭৬ | পদ্মিনী শঙ্খিনী |
১৯৮১ | প্রবাসে যখন |
১৯৮২ | বিরাশির কবিতা |
১৯৮৪ | উত্তীর্ণ পঞ্চাশ |
পুরস্কার
সম্পাদনাসময়কাল | পুরস্কার |
---|---|
১৯৬৪ | বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার |
১৯৬৫ | লেখক সংঘ পুরস্কার |
১৯৬৯ | ইউনস্কো পুরস্কার |
১৯৮৩ | একুশে পদক |
১৯৮৫ | আলোকিত সাহিত্য পুরস্কার |
মৃত্যু
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ মুহম্মদ সাইফুল ইসলাম (২০১২)। "হক, সানাউল"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।