সাদেক খান (রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ
(সাদেক খান থেকে পুনর্নির্দেশিত)

সাদেক খান একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১]

সাদেক খান
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৮
পূর্বসূরীজাহাঙ্গীর কবির নানক
সংসদীয় এলাকাঢাকা-১৩
ভারপ্রাপ্ত মেয়র ঢাকা সিটি কর্পোরেশন
কাজের মেয়াদ
১৯৯৭ – ২০০১
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশাব্যবসায়ী

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সাদেক খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে সম্মান ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক ক্যারিয়ার সম্পাদনা

১৯৯৭ সালে সাদেক খান অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বকনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।তিনি তৎকালীন ৪৭ নং ওয়ার্ড ও বর্তমান ৩৪ নং ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়া তিনি সর্বশ্রেষ্ঠ কাউন্সিলরের পুরস্কারও পেয়েছেন। তিনি তখন দু’বার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। এরপর ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। সাদেক খান ১৯৭৩ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। [২] তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সাদেক খান"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২ 
  2. "কে এই সাদেক খান?"Bangladesh Today (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০২