সাওয়াই প্রতাপ সিং

জয়পুরের মহারাজা সাওয়াই প্রতাপ সিং (১৭৭৮–১৮০৩)

মহারাজা সাওয়াই প্রতাপ সিং (২ ডিসেম্বর ১৭৬৪ - ১ আগস্ট ১৮০৩) ১৭৭৮ সাল থেকে ১৮০৪ সাল পর্যন্ত জয়পুরের কাচাওয়াহ শাসক ছিলেন। তিনি ১৭৬৪ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন মাধো সিং। তিনি মহারাজা সাওয়াই জয় সিং ২ -এর নাতি ছিলেন। জয়পুরের তিনি হাওয়া মহল নির্মাণের জন্য পরিচিত।

সাওয়াই প্রতাপ সিং
মহারাজা সাওয়াই
পূর্বসূরিমাধো সিং ১
উত্তরসূরিজগৎ সিং
জন্ম২ ডিসেম্বর ১৭৬৪
জয়পুর
মৃত্যু১ আগস্ট ১৮০৩(1803-08-01) (বয়স ৩৮)
বংশধরজগৎ সিং
পিতামাধো সিং ১

তিনি মেয়ারের মহারানার প্রতাপ সিংয়ের সাথে কোন সম্পর্ক যুক্ত নন।

The Hawa Mahal was constructed by Pratap Singh.
হাওয়া মহল প্রতাপ সিংহ দ্বারা নির্মাণ করা হয়েছিল

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা