সাইয়েদ নাজীর হুসাইন

আহলে হাদিস শায়েখ

সাইয়েদ নাজীর হুসাইন (১৮০৫-১৯০২) ভারতের একজন ধর্মীয় নেতা এবং হাদিস বিশারদ ছিলেন। তিনি শিয়া পরিবারে বেড়ে উঠলেও পরবর্তীতে শিয়া বিশ্বাস ত্যাগ করেন এবং সুন্নি মতে দীক্ষিত হন। [১] সাদিকপুরে তার শিক্ষাজীবনের সূচনা ঘটে। এরপর ১৮২৬ সালে দিল্লীতে পড়াশোনা করেন। তিনি আহলে হাদিস আন্দোলনের অন্যতম প্রধান ছিলেন।[২][১] তার রচিত প্রসিদ্ধ গ্রন্থটি হলঃ “মিয়া’রুল হক”। তার দেয়া ফাতাওয়া-সমূহ “ফাতাওয়ায়ে নাজীরিয়াহ” নামে সংকলন করা হয়। ১৯০২ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন।[৩]

শাইখুল হাদিস
সাইয়েদ মিয়া নাজীর হুসাইন আদ-দেহলভি
জন্ম১৮০৫ খ্রিঃ
মৃত্যু১৯০২ খ্রিঃ (৯৬-৯৭ বৎসর বয়সে)
অন্য নামমিয়া ছাহেব
অঞ্চলভারতীয়
পেশাইসলামী ধর্মতত্ত্ববিদ, শিক্ষক ও নেতা
আন্দোলনআহলুল হাদিস(সালাফি)
মূল আগ্রহহাদিস, ফাতাওয়া
লক্ষণীয় কাজ“মিয়া’রুল হক”

তথ্যসূত্রসম্পাদনা

  1. Kenneth W. Jones (১৯৮৯)। Socio-Religious Reform Movements in British India, Volume 3 (reprint সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 56। আইএসবিএন 9780521249867 
  2. Utsa Ray (৫ জানু ২০১৫)। Culinary Culture in Colonial India (illustrated সংস্করণ)। Cambridge University Press। পৃষ্ঠা 183। আইএসবিএন 9781107042810 
  3. Charles Allen (১ মার্চ ২০০৯)। God's Terrorists: The Wahhabi Cult and the Hidden Roots of Modern JihadDa Capo Press। পৃষ্ঠা 197। আইএসবিএন 9780786733002