সাঁওতালি ভাষাভাষী অনুযায়ী ভারতের রাজ্যসমূহ

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

সাঁওতালি ভাষা হল অস্ট্রো-এশীয় ভাষাপরিবারের অন্তর্ভুক্ত মুন্ডা ভাষাগোষ্ঠীর একটি ভাষা। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের স্থানীয় এবং সহসরকারি ভাষা।[১] এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশাবিহার রাজ্যে যথেষ্ট সংখ্যক লোক এই ভাষায় কথা বলেন।[২] ভারতের ২০১১ সালের জনগননা অনুযায়ী এটি মাতৃভাষীর সংখ্যা অনুসারে ভারতের ১৫তম সর্বাধিক প্রচলিত ভাষা এবং ভারতে এই ভাষার বক্তার সংখ্যা ৭৪ লক্ষ যা ভারতের মোট জনসংখ্যার ০.৬১%।[৩] মাতৃভাষী বক্তার সংখ্যা অনুসারে এই ভাষাটি বিশ্বের ১৪০তম সর্বাধিক প্রচলিত ভাষা[৪]

নিচের তালিকাটি সাঁওতালি-ভাষী জনসংখ্যা অনুযায়ী ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা।

২০১১[৫] সম্পাদনা

ক্রম রাজ্য সাঁওতালি ভাষাভাষী সংখ্যার শতকরা হার সাঁওতালিভাষীর সংখ্যা জনসংখ্যা অনুযায়ী ক্রম
ঝাড়খণ্ড ৯.৯১% ৩২৬৯৮৯৭ ১ম
পশ্চিমবঙ্গ ২.৬৬% ২৪২৯০৭৩ ২য়
ওড়িশা ২.০৬% ৮৬২৫৯০ ৩য়
আসাম ০.৬৮% ২১৩১৩৯ ৫ম
বিহার ০.৪৪% ৪৫৮৯৪৯ ৪র্থ
অরুণাচল প্রদেশ ০.১২% ১৬৮৯ ৯ম
ত্রিপুরা ০.১১% ৩৯৭৫ ৮ম
মিজোরাম ০.১১% ১১৫০ ১০ম
মহারাষ্ট্র ০.০৯% ১০৩৪৫৬ ৬ষ্ঠ
১০ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ০.০৮% ৩০৭ ১৮তম
১১ ছত্তিশগড় ০.০৭% ১৭৮৬২ ৭ম
১২ সিকিম ০.০৫% ৩১০ ১৭তম
১৩ দমন ও দিউ ০.০৩% ৮১ ৩০তম
১৪ দাদরা ও নগর হাভেলি ০.০২% ৫৭ ৩২তম
১৫ হিমাচল প্রদেশ ০.০১% ৮৪৭ ১২তম
১৬ মেঘালয় ০.০১% ২৪০ ২১তম
১৭ নাগাল্যান্ড ০.০১% ১৫৬ ২৬তম
১৮ উত্তরপ্রদেশ - ৮৫৮ ১১তম
১৯ দিল্লি - ৫২১ ১৩তম
২০ উত্তরাখণ্ড - ৪২৬ ১৪তম
২১ মধ্যপ্রদেশ - ৪০৪ ১৫তম
২২ কর্ণাটক - ৩১১ ১৬তম
২৩ গুজরাত - ২৯৭ ১৯তম
২৪ রাজস্থান - ২৫৮ ২০তম
২৫ পাঞ্জাব - ২৩৩ ২২তম
২৬ অন্ধ্রপ্রদেশ - ২২৬ ২৩তম
২৭ জম্মু ও কাশ্মীর - ২২৫ ২৪তম
২৮ হরিয়ানা - ২২২ ২৫তম
২৯ তামিলনাড়ু - ১৫৬ ২৬তম
৩০ কেরালা - ১১৪ ২৮তম
৩১ গোয়া - ১০৩ ২৯তম
৩২ মণিপুর - ৫৮ ৩১তম
৩৩ চণ্ডীগড় - ৪২ ৩৩তম
৩৪ পুদুচেরি - - ৩৪তম
৩৫ লাক্ষাদ্বীপ - - ৩৪তম
ভারত ০.৬১% ৭৩,৬৮,১৯২ পঞ্চদশ প্রচলিত ভাষা

জেলাভিত্তিক পরিসংখ্যান[৬] সম্পাদনা

ঝাড়খণ্ড
  1. দুমকা জেলা - ৫২৪৭৬১ (৩৯.৭১%)
  2. পাকুড় জেলা - ৩২৭৭৭৩ (৩৬.৪০%)
  3. জামতাড়া জেলা - ২৩০১৭৪ (২৯.১০%)
  4. সাহেবগঞ্জ জেলা - ২৫১৫৪৫ (২১.৮৬%)
  5. গোড্ডা জেলা - ২৭০৫৫৫ (২০.৬০%)
  6. পূর্ব সিংভূম জেলা - ৩৬৫১৮১ (১৫.৯২%)
  7. সরাইকেল্লা খরসোয়া জেলা - ১৬৬৩৪১ (১৫.৬২%)
  8. বোকারো জেলা - ২৩৪৮৫৮ (১১.৩৯%)
  9. দেওঘর জেলা -১৪৬৭২৫ (৯.৮৩%)
  10. গিরিডি জেলা - ২১৯৯৪৬ (৮.৯৯%)
  11. ধানবাদ জেলা - ২৩৩৫৪৪ (৮.৭০%)
  12. রাঁচি জেলা - ১৩৯৪৫০ (৪.৭৯%)
  13. রামগড় জেলা - ৪৩০১১ (৪.৫৩%)
  14. হাজারিবাগ জেলা - ৬০৩৪৬ (৩.৪৮%)
  15. পশ্চিম সিংভূম জেলা - ৫০৩২২ (৩.৩৫%)
  16. কোডারমা জেলা - ৩৭২৫ (০.৫২%)
পশ্চিমবঙ্গ
  1. পুরুলিয়া জেলা - ৩২৭২৭০ (১১.১৭%)
  2. দক্ষিণ দিনাজপুর জেলা - ১৬২৩১৬ (৯.৬৮%)
  3. পশ্চিম মেদিনীপুর জেলা - ৫১২৬২০ (৮.৬৭%)
  4. বাঁকুড়া জেলা - ২৮৬৪২৭ (৭.৯৬%)
  5. বীরভূম জেলা - ২১০৩৪৪ (৬.০১%)
  6. বর্ধমান জেলা - ৩৭২৪৯৯ (৪.৮৩%)
  7. মালদহ জেলা - ১৬৬৭৭৩ (৪.১৮%)
  8. উত্তর দিনাজপুর জেলা - ১১৩৪৪৫ (৩.৭৭%)
  9. হুগলি জেলা - ১৩০৬৬৮ (২.৩৭%)
  10. দার্জিলিং জেলা - ১৮৪২৬ (১.০০%)
  11. জলপাইগুড়ি জেলা - ৩৫৪৯৯ (০.৯২%)
  12. মুর্শিদাবাদ জেলা - ৫০৩১০ (০.৭১%)
ওড়িশা
  1. ময়ূরভঞ্জ জেলা - ৬২৫০৫০ (২৪.৮১%)
  2. বালেশ্বর জেলা - ৯৫৩৩৩ (৪.১১%)
  3. কেন্দুঝর জেলা - ৬৭৯১৩ (৩.৭৭%)
  4. ঢেঙ্কানাল জেলা - ১০৯০২ (০.৯১%)
  5. যাজপুর জেলা - ১৩৪৬৭ (০.৭৪%)
  6. অনুগুল জেলা - ৬৪৬২ (০.৫১%)
আসাম
  1. কোকড়াঝাড় জেলা - ১০৫৫৪৪ (১১.৯০%)
  2. চিরাং জেলা - ২২৭৯৫ (৪.৭৩%)
  3. ওদালগুড়ি জেলা - ২৩২৩৮ (২.৭৯%)
  4. বাক্সা জেলা - ১৮৬৪৬ (১.৯৬%)
  5. শোণিতপুর জেলা - ১৩৮৪০ (০.৭২%)
বিহার
  1. বাঁকা জেলা - ৮৫৫১৪ (৪.২০%)
  2. জামুই জেলা - ৬৪৩৯৫ (৩.৬৬%)
  3. কিশানগঞ্জ জেলা - ৫৮২৮৭ (৩.৪৫%)
  4. কাটিহার জেলা - ৯১২৯৮ (২.৯৭%)
  5. পূর্ণিয়া জেলা - ৮৩৮১৭ (২.৫৭%)
  6. আরারিয়া জেলা - ২৯৩৮৫ (১.০৫%)
মহারাষ্ট্র
  1. গড়চিরোলী জেলা - ১০১৫৫৭ (৯.৪৭%)

২০০১ সম্পাদনা

২০০১ খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী সাঁওতালিভাষীর তালিকা নিম্নরূপ:[৭][৮]

রাজ্য ক্রম রাজ্য সাঁওতালিভাষী সংখ্যা
ভারত ৬৪,৬৯,৬০০
০.৬৩%
জম্মু ও কাশ্মীর ২৬৭
হিমাচল প্রদেশ ২৩৬
পাঞ্জার ৭১
চণ্ডীগড় ২১
উত্তরাখণ্ড ৩৮০
হরিয়ানা ১৭৮
দিল্লি ৩৬৪
রাজস্থান ২৪৭
উত্তর প্রদেশ ৪৯১
১০ বিহার ৩৮৬২৪৮
১১ সিকিম ৮০
১২ অরুণাচল প্রদেশ ২০৪২
১৩ নাগাল্যান্ড ১৩৮
১৪ মণিপুর ১৫৩
১৫ মিজোরাম ৪৬৭৭
১৬ ত্রিপুরা ২৬২৫
১৭ মেঘালয় ৩৫৭
১৮ আসাম ২৪২৮৮৬
১৯ পশ্চিমবঙ্গ ২২৪৭১১৩
২০ ঝাড়খণ্ড ২৮৭৯৫৭৬
২১ ওড়িশা ৬৯৯২৭০
২২ ছত্তিশগড় ৮২৯
২৩ মধ্যপ্রদেশ ৩০৯
২৪ গুজরাত ৪৯
২৫ দমন ও দিউ ৬৫
২৬ দাদরা ও নগর হাভেলি ৩৫
২৭ মহারাষ্ট্র ৪৪৭
২৮ অন্ধ্রপ্রদেশ ১১০
২৯ কর্ণাটক ১৭১
৩০ গোয়া ২৪
৩১ লাক্ষাদ্বীপ
৩২ কেরল
৩৩ তামিলনাড়ু ৬১
৩৪ পুদুচেরি
৩৫ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৭৭

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jharkhand gives second language status to Magahi, Angika, Bhojpuri and Maithili"The Avenue Mail। ২১ মার্চ ২০১৮। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১৯ 
  2. ১৯৯৭ http://www.tribalzone.net/language/santali.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে
  3. "বক্তার সংখ্যা অনুসারে তফসিলভুক্ত ভাষা - ২০০১"ভারতের জনগননা। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Mikael Parkvall, "Världens 100 största språk 2007" (২০০৭-এ পৃথিবীর ১০০টি বৃহত্তম ভাষা), Nationalencyklopedin
  5. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  6. https://censusindia.gov.in/2011Census/Language_MTs.html
  7. https://censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/parta.htm
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Census_Data_Online/Language/Statement3.htm