সা'দ উদ্দীন তাফতাযানী

সা’দ উদ্দীন তাফতাযানী(আরবী: سعد الدین تفتازانی) তর্কশাস্ত্র,ইলমে কালাম,ইলমে নাহু, সাহিত্য ও ইলমে ফিকহ্-এর একজন দক্ষ আলেম ছিলেন।[১]

নাম সম্পাদনা

নাম: মাসউদ, উপাধি: সা’দ উদ্দীন। পিতার নাম: ও্রমর, উপাধি: কাযী ফখরুদ্দীন।

বংশধারা: সা’দ উদ্দীন মাসউদ ইবনে ওমর ইবনে আব্দুল্লাহ তাফতাযানী।

জন্ম সম্পাদনা

তিনি ইরান খোরাসানের তাফতাযান নামক জনপদে ৭২২হিজরির সফর মাসে/১ মার্চ ১৩২২খ্রিষ্টাব্দে[২] জন্মগ্রহন করেন।[৩]

শিক্ষা অর্জন সম্পাদনা

তিনি বিভিন্ন আলিম ও পণ্ডিতদের নিকট শিক্ষা লাভ করেন। তন্মধ্যে আযদুদ্দীন ও কুতুবুদ্দীন রাযীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।[৪]

অধ্যাপনা সম্পাদনা

শিক্ষা সমাপনের পর যুবক বয়সেই তাকে তৎকালীন বড় বড় বিদ্বানদের কাতারে গণ্য করা হতো। লেখা-পড়া শেষ হওয়া মাত্রই তিনি অধ্যাপনার দায়িত্ব নিজ কােঁধে তুলে নেন। তার উল্লেখযোগ্য ছাত্র হলেন- আব্দুল ওয়াসি’ ইবনে খাযির, শায়খ শামসুদ্দীন ইবেন আহমদ হুফরী, আবুল হাসান বুরহান উদ্দীন প্রমুখ।[৫]

মাযহাব সম্পাদনা

তার মাযহাব সম্পর্কে দুটি মত পাওয়া যায়্ ১. হানাফী মাযহাবের অনুসারী। ২. শাফেয়ী মাযহাবের অনুসারী। উভয় মতের সমর্থনে দলিল রয়েছে, তবে তার হানাফী মাযহাবের অনুসারী হওয়ার পক্ষে মতামত বেশি জোরালো।[৬]

রচনাবলী সম্পাদনা

তার অনেক রচনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো-[৫]

  • تہذيب المنطق
  • المطول
  • المختصر المعاني
  • مقاصد الطالبين
  • شرح مقاصد الطالبين
  • النعم السوابغ
  • شرح الكلم النوابغ للزمخشري
  • ارشاد الہادى
  • شرح العقائد النسفیہ
  • حاشیہ على شرح العضد على مختصر ابن الحاجب
  • التلويح الى كشف غوامض التنقيح
  • شرح التصريف العزي
  • شرح الشمسیہ
  • حاشیہ الكشاف
  • شرح اربعين النوویہ [৭]

মৃত্যু সম্পাদনা

তিনি ২২ মুহাররম ৭৯২হিজরির রোজ সোমবার উযবেকিস্তানের সমরকান্দে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। কারো মতে তার মৃত্যুবরণ সন ৭৯১হিজরি, আবার কারো মতে ৭৯৭হিজরী। তবে প্রথমোক্ত মতই বিশুদ্ধ।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "تفتازانی"ویکی‌پدیا، دانشنامهٔ آزاد (ফার্সি ভাষায়)। ২০২০-০৪-০১। 
  2. "Al-Taftazani"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২০-০৩-০৬। 
  3. موسوعہ فقہیہ ،جلد اول صفحہ 455، وزارت اوقاف کویت، اسلامک فقہ اکیڈمی انڈیا
  4. "الشيخ التفتازاني"www.aljazeera.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭ 
  5. "تفتازانی سعدالدین"malekmuseum.org। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭ 
  6. "سعدالدین مسعود بن عمر تفتازانی - ویکی فقه"wikifeqh.ir। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২৭ 
  7. الاعلام للزركلی