সহিদ আকতার হুসাইন
সহিদ আকতার হুসাইন একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
সহিদ আকতার হুসাইন | |
---|---|
উপাচার্য | |
ইস্টার্ন ইউনিভার্সিটি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৭ মার্চ ২০২৩ (২য় মেয়াদে) | |
কাজের মেয়াদ ১ নভেম্বর ২০১৮ – ৩১ অক্টোবর ২০২২ (১ম মেয়াদে) | |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাসহিদ আকতার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে টেকসই উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের অ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট ডক্টরেট ফেলোশিপ লাভ করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাসহিদ আকতার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, শিক্ষক সমিতির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[৩]
তিনি ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন।[৪] ২০২৩ সালের ৭ মার্চ তিনি দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগদান করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আবারও ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হলেন সহিদ"। কালের কণ্ঠ। ১৬ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "ফের ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সহিদ আকতার"। ক্যাম্পাস টাইমস। ১৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "দ্বিতীয় মেয়াদে ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসির দায়িত্বে অধ্যাপক সহিদ আকতার"। দ্য ডেইলি ক্যাম্পাস। ১৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুন:নিয়োগ পেলেন অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন"। যুগান্তর। ১৫ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।
- ↑ "অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন-এর ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগদান"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৩।