কাম্যতমতা তত্ত্ব

(সর্বোচ্চ সন্তুষ্টিবিধান তত্ত্ব থেকে পুনর্নির্দেশিত)

কাম্যতমতা তত্ত্ব (ইংরেজি: Optimality Theory অপ্‌টিম্যালিটি থিওরি, সংক্ষেপে OT ওটি) ভাষার একটি প্রতিমান ( মডেল)। অ্যালান প্রিন্স এবং পল স্মোলেন্‌স্কি ১৯৯১ সালে একটি বক্তৃতাতে এই প্রতিমানটি প্রস্তাব করেন[১] এবং ১৯৯৩ সালে এর উপর একটি গবেষণাপত্র প্রকাশ করেন।[২] এই তত্ত্বে তাঁরা প্রস্তাব করেন যে ভাষার উপরিস্থিত বা বাহ্যিক যে রূপটি আমরা শুনি, সেটি আসলে মনের ভেতরে ভাষার অধঃস্থ বা অভ্যন্তরীণ রূপের উপর অনেকগুলি পরস্পর-প্রতিদ্বন্দ্বী বাধার সর্বোচ্চ সন্তুষ্টিবিধানের বা কাম্যতমকরণের ফলাফল।

এই তত্ত্বের তিনটি প্রধান অংশ আছে: GEN (উৎপাদন), CON (বাধা), এবং EVAL (মূল্যায়ন)।

১) GEN: এই অংশটি প্রবিষ্ট ভাষিক উপাত্ত থেকে সমস্ত সম্ভাব্য ফলাফলের (বা প্রার্থীর) একটি তালিকা উৎপাদন (Generate) করে।

২) CON: এই অংশটি প্রয়োজনীয় মানদণ্ড, মাপকাঠি বা বাধাগুলি (Constraints) প্রদান করে, যেগুলি ব্যবহার করে সম্ভাব্য ফলাফলের তালিকা থেকে বিজয়ী প্রার্থীটিকে নির্বাচন করা হবে।

৩) EVAL: এই অংশটি বাধাগুলি মূল্যায়ন (Evaluation) করে সর্বোচ্চ সন্তোষজনক তথা কাম্যতম প্রার্থীটিকে নির্বাচন করে।

কাম্যতমতা তত্ত্বটি ধরে নেয় যে এই বাধাগুলি বিশ্বজনীন অর্থাৎ সমস্ত মানব ভাষার জন্যই প্রযোজ্য। কিন্তু এই বিশ্বজনীন বাধার সংগ্রহ (সেট) বা দলটিতে বাধাগুলির ক্রমিক অবস্থান একেক ভাষাতে একেক রকম। কোনো নির্দিষ্ট ভাষাতে বাধাগুলির যে অদ্বিতীয় বা অনন্য ক্রম, সেটিই ঐ ভাষাটির নিজস্ব ব্যাকরণ।

কাম্যতমতা তত্ত্বটি মূলত উৎপাদনশীল ধ্বনিতত্ত্বে প্রয়োগ করা হয়েছে। তবে বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্বেও এর প্রয়োগ দেখা যায়।

অন্যান্য উৎপাদনশীল ব্যাকরণ তত্ত্বের মত কাম্যতমতা তত্ত্বটিও বিশ্বজনীন নীতিসমূহ, ভাষিক শ্রেণীকরণবিদ্যা এবং ভাষা অর্জনের মত ব্যাপারগুলির উপর জোর দিয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Optimality". Proceedings of the talk given at Arizona Phonology Conference, University of Arizona, Tucson, AZ.
  2. Prince, Alan, and Smolensky, Paul (1993) "Optimality Theory: Constraint interaction in generative grammar." Technical Report CU-CS-696-93, Department of Computer Science, University of Colorado at Boulder.