সরুক্ষেত্ৰী বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

সরুক্ষেত্ৰী বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৬৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (চার বার)।

সরুক্ষেত্ৰী
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৬ নং চিহ্নিত কেন্দ্রটি সরুক্ষেত্ৰী
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৬ নং চিহ্নিত কেন্দ্রটি সরুক্ষেত্ৰী
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবড়পেটা
কেন্দ্র নং.৪৬
লোকসভা কেন্দ্র৬. বড়পেটা
নির্বাচনী বছর২,০৫,৮১০ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,০৫,৮১০ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৫,৬৫৮ জন এবং নারী ভোটার ১,০০,১৪৬ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। সরুক্ষেত্ৰী বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪৮।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৭৫,৩৩২ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯২,০৭৭ জন এবং নারী ভোটার ৭৩,২৫৫ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৪৯,৫৪৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৯,৬০৬ জন এবং নারী ভোটার ৬৯,৯৪১ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ জাকির হোসেন সিকদার আইএনসি ২০১৬-বর্তমান
২০১৬
২০১১ আলী হোসেন এআইইউডিএফ ২০১১-১৬
২০০৬ ড. তারাপদ দাস স্বতন্ত্র ২০০১-১১
২০০১
১৯৯৬ নাজিম উদ্দিন খান সিপিআই(এম) ১৯৯১-২০০১
১৯৯১
১৯৮৫ দীনবন্ধু চৌধুরী স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ আমির হামচা তালুকদার আইএনসি ১৯৮৩-৮৫
১৯৭৮ সিরাজুল হক স্বতন্ত্র ১৯৭৮-৮৩
১৯৭২ কন্দর্প কুমার দাস আইএনসি ১৯৭২-৭৮
১৯৬৭ এম. নায়ক স্বতন্ত্র ১৯৬৭-৭২

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : সরুক্ষেত্রী[৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস জাকির হোসেন সিকদার ৭৭,০৪৫ ৪৩.০৭% -১.৯৯
অগপ কল্পনা পাটোয়ারী ৪৭,৫০৪ ২৬.৫৬% -২.৯০
গণতান্ত্রিক মোর্চা মীনাক্ষী রহমান ৪৪,৮০৫ ২৫.০৫% +১১.২৫
এএসএমজেটিওয়াইপি মানিক চন্দ্র বড়ো ৩,০৯৩ ১.৭৩% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬,৪৩৩ ৩.৬৩%
জয়ের ব্যবধান ২৯,৫৪১ ১৬.৫১%
ভোটার উপস্থিতি ১,৭৮,৮৮০ ৮৬.৬৭% -২.১৮
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : সরুক্ষেত্রী
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস জাকির হোসেন সিকদার ৭০,০৬২ ৪৫.০৬
অগপ চিত্তরঞ্জন বর্মণ ৪৫,৮১৫ ২৯.৪৬
গণতান্ত্রিক মোর্চা আলি হোসেন ২১,৪৬০ ১৩.৮০
স্বতন্ত্র তারাপ্রসাদ দাস ৯,৬২৩ ৬.১৯
সিপিআই(এম) পিয়ারুল ইসলাম আহমেদ ৩,৬২৬ ২.৩৩
স্বতন্ত্র হরেশ্বর ডেকা ১,৩০৮ ০.৮৪
টিএনআরএমপিআই মতিয়ার রহমান ৮৩৬ ০.৫৪
বিজিপি হেমন্ত কলিতা ৫২৩ ০.৩৪
আরজেপি মো. আনোয়ার ইসলাম আকন্দ ৫১৬ ০.৩৩
ভারতের রিপাবলিকান পার্টি জাবেদুর রহমান খান ৫০৫ ০.৩২
এনসিপি অরুণ দাস ৪৪২ ০.২৮
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৭৭৬
সংখ্যাগরিষ্ঠতা ২৪,২৪৭ ১৫.৬০
ভোটার উপস্থিতি ১,৫৫,৪৯২ ৮৮.৮৫%
গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Sarukhetri constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/sarukhetri-election-result-s03a046/
  4. "List of Wiining MLA's from sarukhetri Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।