সরাইল সদর ইউনিয়ন
সরাইল সদর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল উপজেলার একটি ইউনিয়ন।
সরাইল সদর | |
---|---|
ইউনিয়ন | |
৭নং সরাইল সদর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সরাইল সদর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪′৩৪″ উত্তর ৯১°৬′৩৪″ পূর্ব / ২৪.০৭৬১১° উত্তর ৯১.১০৯৪৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | সরাইল উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৩০ |
আয়তন
সম্পাদনাসরাইল সদর ইউনিয়নের আয়তন ৩,৪৬৮ একর (১৪.০৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুসারে সরাইল সদর ইউনিয়নের মোট জনসংখ্যা ৪৬,৯২৭ জন। এর মধ্যে পুরুষ ২২,৫২৬ জন এবং মহিলা ২৪,৪০১ জন। মোট পরিবার ৮,৯৩০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৩,৩৪৪ জন।[২]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাসরাইল উপজেলার দক্ষিণাংশে সরাইল সদর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে পানিশ্বর ইউনিয়ন, উত্তরে কালিকচ্ছ ইউনিয়ন, পূর্বে নোয়াগাঁও ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসরাইল সদর ইউনিয়ন সরাইল উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সরাইল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৪নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুসারে সরাইল সদর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাসরকারী প্রাথমিক বিদ্যালয়-৮১টি
বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-৪৩টি
কিন্ডারগার্টেন-০৮টি
উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়-০১টি
এবতেদায়ী মাদ্রাসা-০৪টি
দাখিল মাদ্রাসা-০২টি
উচ্চ বিদ্যালয়-১৫টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-০৬টি
মহাবিদ্যালয়-০২টি
কমিউনিটি বিদ্যালয়-০৮টি
বয়স্ক প্রকল্পের আনন্দ স্কুল-৭৮টি
ক্লাস্টার-০৬টি [৩]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাপাকা রাস্তাঃ সওজ=২৪ কি.মি., এলজিইডি-১০.৫০কি.মি.
আধা পাকা রাস্তাঃ সওজ=৬.০০কি.মি., এলজিইডি-৭৫কি.মি.। [৩]
খাল ও নদী
সম্পাদনাহাট-বাজার
সম্পাদনাদর্শনীয় স্থান
সম্পাদনাদক্ষিণ আরিফাইল মসজিদ ও জোড়া কবর, সরাইল, বিপ্লবী নেতা উল্লাস দত্তের বাড়ি, কালিকচ্ছ, কালিকচ্ছ মোঘল আমলের মসজিদ, হাটখোলা মসজিদ বা আফান নেছার মসজিদ, হিন্দু সম্প্রদায়ের তীর্থ স্থান অরুয়াইলের মোহনলাল জিউর আখড়া, চুন্টা অবিনাশ সেনের পরিত্যক্ত প্রসাদ, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বারিউড়ায় অবস্থিত ঐতিহাসিক হাতির পুল, শাহবাজপুরে কয়েকশত বৎসরের পুরনো জোড়া মঠ এবং শাহবাজপুর গ্রামে অবস্থিত দেওয়ান শাহবাজ এর ঐতিহাসিক কুপ (কুয়া), ধর্মতীর্থ গ্রামের উত্তরে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য (ধরমতীঘাট) বর্ষাকালে অসংখ্য পর্যটক এ দৃশ্য দেখতে আসে, বাসুদেব মুর্তি, আনন্দময়ী কালি মুর্তি, সরাইল, চুন্টার জমিদার অবিনাশ সেনের পরিত্যক্ত প্রাসাদ। তাছাড়া সরাইলের বিখ্যাত গ্রে-হাউন্ড কুকুর ও সরাইলের হাঁচলি মোরগ বেশ প্রসিদ্ধ। [৩]
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ "সরাইল উপজেলা"। ২০২১-০৭-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৬।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |