সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ
সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হচ্ছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌরসভায় অবস্থিত একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৪৩ সালে।[১]
সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
অবস্থান | |
আলোর মেলা, ০৩নং ওয়ার্ড, , কিশোরগঞ্জ–২৩০০, | |
তথ্য | |
ধরন | সরকারি মাধ্যমিক বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১ সেপ্টেম্বর ১৯৪৩ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
বিদ্যালয় জেলা | কিশোরগঞ্জ জেলা |
সেশন | জানুয়ারি–ডিসেম্বর |
বিদ্যালয় কোড | ১১০৪৪৫ |
ইআইআইএন | ১১০৪৪৫ |
প্রধান শিক্ষক | শাহনাজ কবির |
অনুষদ | বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা |
শিক্ষকমণ্ডলী | ৪৯ |
শ্রেণি | ৬ষ্ঠ–১০ম |
লিঙ্গ | বালিকা |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | শহুরে |
রং | গাঢ় সবুজ এবং সাদা |
ওয়েবসাইট | svgghs |
ইতিহাস
সম্পাদনা১৯১৪ সালে অ্যাডভোকেট ভৈরব চন্দ্র চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আরবান স্কুল নামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু হয়। পরবর্তীতে মিডল স্কুলে (এম. ই. স্কুল) উন্নীত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয় সরযূ বালা বিদ্যা নিকেতন। এই সরযূ বালা ছিলেন ভৈরব চন্দ্র চৌধুরীর মেয়ে। ১৯৬৮ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করে এস. ভি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে নামকরণ করা হয়।[১] কিন্তু, বাংলাদেশ সরকারের শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণনাম ব্যবহারের ঘোষণায় নাম পরিবর্তন করে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রাখা হয়।[২]
শিক্ষা কার্যক্রম
সম্পাদনাবিদ্যালয়টিতে শুধুমাত্র মেয়েদের অধ্যয়নের সুযোগ থাকে। বর্তমানে এ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়।
পোশাক
সম্পাদনা- গাঢ় সবুজ কামিজ , কামিজের উপর সাদা ক্রস বেল্ট , কোমরে সাদা বেল্ট , সাদা অ্যাপ্রোন এবং সাদা কেডস্
ফলাফল
সম্পাদনাবিদ্যালয়ে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশের হারের তালিকাঃ[৩]
সাল | পরীক্ষার নাম | পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
---|---|---|---|---|
২০১৯ | এসএসসি | ২৩৯ | ২৩৯ | ১০০ |
২০২০ | এসএসসি | ২৪২ | ২৪২ | ১০০ |
২০২১ | এসএসসি | ২৪১ | ২৪১ | ১০০ |
গবেষণাগার
সম্পাদনাবিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের গবেষণার জন্য রয়েছে ল্যাব। এসব ল্যাবে বহু মূল্যবান যন্ত্রপাতি রয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে জ্ঞান লাভের জন্য এসব উপকরণ ব্যবহৃত হয়।
গ্রন্থাগার
সম্পাদনাবিদ্যালয়টিতে রয়েছে বিশাল একটি গ্রন্থাগার। এতে রয়েছে বিভিন্ন ধরনের নামী-দামী কয়েক হাজার বই। শিক্ষার্থীরা এখানে স্বাচ্ছন্দ্যে বসে পড়তে পারে এবং তাদের পছন্দের বই নির্দিষ্ট সময়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারে।
খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড
সম্পাদনাশিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ রয়েছে, যা মূল ভবনের সামনেই অবস্থিত। মাঠটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃশ্রেণী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যবহৃত হয়। বছরজুড়েই বিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করা হয়। শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতির জনকের জন্মদিন ও বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান যথাযথ মর্যাদার সাথে পালিত হয়। বর্ষবরণ, বাসন্তী উৎসব ইত্যাদি নানা রকম অনুষ্ঠান শিক্ষার্থী-শিক্ষক সম্মিলিতভাবে পালন করে। এছাড়াও প্রতি বছরই আয়োজিত হয় শিক্ষা সফর।
সহশিক্ষা কার্যক্রম
সম্পাদনাএ বিদ্যালয়ে খেলাধুলা, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হয়।
ক্লাব কথন
সম্পাদনা- আইসিটি ক্লাব
- বিজ্ঞান ক্লাব
- বিতর্ক ক্লাব
- সংগীত ও নাট্য ক্লাব
অন্যান্য কার্যক্রম
সম্পাদনা- বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত বইপড়া কর্মসূচি
- গার্লস্ গাইড
- স্কাউট
- রেড ক্রিসেন্ট
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়"। svgghs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "দেশসেরা কিশোরগঞ্জের সেই 'এস ভি' এখন 'সরযূ বালা'"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।
- ↑ "ফলাফল"। banbeis.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-১১-০৪।