সরভোগ বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

সরভোগ বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫১ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (ছয় বার)।

সরভোগ
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪০ নং চিহ্নিত কেন্দ্রটি সরভোগ
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪০ নং চিহ্নিত কেন্দ্রটি সরভোগ
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবাক্সা, বড়পেটা
কেন্দ্র নং.৪০
লোকসভা কেন্দ্র৫. কোকরাঝাড়
নির্বাচনী বছর২,২৭,৯১৫ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,২৭,৯১৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,১৭,৪০৬ জন এবং নারী ভোটার ১,১০,৫০৩ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৪১।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৯৬,৫৫৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৩,৪৫৮ জন এবং নারী ভোটার ৯৩,১০০ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬০,১৮৬ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৩৭২ জন এবং নারী ভোটার ৭৪,৮১৪ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ মনোরঞ্জন তালুকদার সিপিআই(এম) ২০২১-বর্তমান
২০১৬ রঞ্জিত কুমার দাস বিজেপি ২০১১-২০২১
২০১১
২০০৬ উদ্ধব বর্মণ সিপিআই(এম) ২০০৬-১১
২০০১ সামসুল হক স্বতন্ত্র ২০০১-০৬
১৯৯৬ হেমেন দাস সিপিআই (এম) ১৯৯৬-০১
১৯৯১ সামসুল হক আইএনসি ১৯৯১-৯৬
১৯৮৫ হেমেন দাস সিপিআই (এম) ১৯৭৮-৯১
১৯৮৩
১৯৭৮
১৯৭২ প্রণীতা তালুকদার আইএনসি ১৯৬৭-৭৮
১৯৬৭
১৯৬২ অক্ষয় কুমার দাস ১৯৬২-৬৭
১৯৫৭ ঘনশ্যাম তালুকদার স্বতন্ত্র ১৯৫৭-৬২
১৯৫১ অক্ষয় কুমার দাস আইএনসি ১৯৫১-৫৭

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : সরভোগ[৫]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) মনোরঞ্জন তালুকদার ৯৬,১৩৪ ৫০.২১% +৩৩.০৪
বিজেপি শঙ্করচন্দ্র দাস ৮৫,৮৭২ ৪৪.৮৫% +১১.৫২
স্বতন্ত্র দীপেন বর্মণ ২,৪৩২ ১.২৭% অপ্রযোজ্য
স্বতন্ত্র ফাইজান নেসা ৯৪৫ ০.৪৯% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬,০৭৭
জয়ের ব্যবধান ১০,২৬২ ৫.৩৬%
ভোটার উপস্থিতি ১,৯১,৪৬০ ৮৩.২৪% -৩.৪৫
বিজেপি থেকে সিপিআই(এম) অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : সরভোগ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রঞ্জিত কুমার দাস ৫৬,৪৫৪ ৩৩.৩৩ +২.০৮
কংগ্রেস অনুরূপা হান্না ৩৬,৯২৮ ২১.৮০ +৫.৬০
সিপিআই(এম) মনোরঞ্জন তালুকদার ২৯,০৮২ ১৭.১৭ +১.৩৫
স্বতন্ত্র প্রদীপ দেবনাথ ১৯,৩৮৭ ১১.৪৪ অপ্রযোজ্য
গণতান্ত্রিক মোর্চা সামসুল হক ১৭,৫০৪ ১০.৩৩ -৬.২০
স্বতন্ত্র অনিলানন্দ পাঠক ৩,৭৫৫ ২.২১ অপ্রযোজ্য
স্বতন্ত্র হিমাংশু ভরলী ১,১৮১ ০.৬৯ অপ্রযোজ্য
স্বতন্ত্র মহিদুল ইসলাম ১,০১০ ০.৫৯ -০.৪৮
স্বতন্ত্র নির্মল কুমার আগরওয়াল ৬৪০ ০.৩৭ -০.০৬
টিএনআরএমপিআই ইকবাল হোসেন ৬০২ ০.৩৫ অপ্রযোজ্য
আরপিআই(এ) মঞ্জু শবনম ৪৬৬ ০.২৭ অপ্রযোজ্য
জেসিপি মুখতার হোসেন ৪৩৫ ০.২৫ অপ্রযোজ্য
বিজিপি সুবল চন্দ্র দাস ৪১৪ ০.২৪ অপ্রযোজ্য
স্বতন্ত্র আব্দুল হাকিম আহমেদ ৩৭০ ০.২১ অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,১২৯ ০.৬৬ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ১৯,৫২৬ ১১.৫৩ -৩.১৯
ভোটার উপস্থিতি ১,৬৯,৩৪৭ ৮৬.৬৯ +৩.৬৯
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

২০১১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১১ : সরভোগ
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি রঞ্জিত কুমার দাস ৪০,৭১৬ ৩১.২৫ +১৫.৪৯
গণতান্ত্রিক মোর্চা আব্দুল সালিম ২১,৫৩৪ ১৬.৫৩ +৬.১৮
কংগ্রেস আবদুস সামাদ আহমেদ ২১,০৯৯ ১৬.২০ -৫.৬৭
সিপিআই(এম) মনোরঞ্জন তালুকদার ২০,৬০৯ ১৫.৮২ -১১.৭৭
স্বতন্ত্র ইয়াদ আলি ২০,৫১৬ ১৫.৭৫ অপ্রযোজ্য
স্বতন্ত্র মহিদুল ইসলাম ১,৩৯২ ১.০৭ অপ্রযোজ্য
তৃণমূল মৃণালকান্তি সরকার ১,১৯০ ০.৯১ অপ্রযোজ্য
স্বতন্ত্র ক্ষণীন্দ্রনাথ সরকার ৮০৯ ০.৬২ অপ্রযোজ্য
স্বতন্ত্র ফাইজান নিসা ৮০৭ ০.৬২ অপ্রযোজ্য
স্বতন্ত্র নির্মল আগরওয়াল ৫৫৬ ০.৪৩ অপ্রযোজ্য
স্বতন্ত্র মণিরাম পটগিরি ৫৫২ ০.৪২ অপ্রযোজ্য
এনসিপি খলিলুর রহমান ৪৯২ ০.৩৮ -০.২৮
সংখ্যাগরিষ্ঠতা ১৯,১৮২ ১৪.৭২ +৯.০০
ভোটার উপস্থিতি ১,৩০,২৭২ ৮৩.০০ +১.৬৯
সিপিআই(এম) থেকে বিজেপি অর্জন করেছে সুইং +১.৬৯

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Sorbhog constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/sorbhog-election-result-s03a040/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।