সম্প্রীতি সেতু
পশ্চিমবঙ্গের রেল সেতু
সম্প্রীতি সেতু হল হুগলি নদীর উপর অবস্থিত একটি রেল সেতু। এই সেতু ১১ আগস্ট ২০১৬ সালে উদ্বোধন হয়। সেতুটি নৈহাটির নিকট গরিফা স্টেশন ও হুগলিঘাট স্টেশনকে যুক্ত করেছে। এটি জুবিলি সেতু এর বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছে।[২][৩] সেতুটি ৪১৫ মিটার দীর্ঘ।
সম্প্রীতি সেতু | |
---|---|
স্থানাঙ্ক | ২২°৫৪′২৫″ উত্তর ৮৮°২৪′১৬″ পূর্ব / ২২.৯০৬৮৭° উত্তর ৮৮.৪০৪৪১° পূর্ব |
অতিক্রম করে | হুগলি নদী |
দাপ্তরিক নাম | সম্প্রীতি সেতু |
অন্য নাম | নতুন জুবিলী ব্রিজ |
মালিক | পূর্ব রেল (ভারতীয় রেল) |
রক্ষণাবেক্ষক | পূর্ব রেল |
বৈশিষ্ট্য | |
উপাদান | কংক্রিট ,ইস্পাত |
মোট দৈর্ঘ্য | ৪১৭ মিটার (১,৩৬৮ ফু) |
প্রস্থ | ১২ মিটার (৩৯ ফু) |
ইতিহাস | |
নির্মাণ শেষ | জানুয়ারি ২০১৬ [১] |
নির্মাণ ব্যয় | ৩০০ কোটি[১] |
চালু | ১৭ এপ্রিল ২০১৬[২] |
প্রতিস্থাপন | জুবিলী সেতু |
পরিসংখ্যান | |
দৈনিক চলাচল | ট্রেন |
টোল | না |
অবস্থান | |
নির্মাণ ইতিহাস
সম্পাদনা২০০০ সালে রেলমন্ত্রী এই সেতুটি নির্মাণের প্রকল্প প্রথম হাতে নেন। কিন্তু নানা সমস্যায় সেই প্রকল্প ছাড়পত্র পায় ২০০৭ সালে। এর পর নির্মাণ কাজ শুরু হয় কিন্তু নির্মাণকাজ ধীর গতিতে চলে ফলে প্রকল্পের খরচ বৃদ্ধি পায়। শেষে নির্মাণ সংস্থা সেতুটি নির্মাণ বন্ধ রেখে চলে যায়। এর পর নতুন এক সংস্থা সেতুর নির্মাণকাজ চালায়। সম্প্রীতি সেতুর নির্মাণ, ২০১৬ সালের শেষের দিকে সম্পূর্ণ হয়।[১] আগস্ট মা্সে এই সেতু চালু হয়।
নির্মাণ বৈশিষ্ট
সম্পাদনা- সেতু দৈর্ঘ্য- ৩১৫ মিটার (১,০৩৩ ফু)
- উপাদান- কংক্রিট ও ইস্পাত
- ধরন- রেল সেতু
- লেন- সমান্তরাল দুটি রেলপথ রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "জুবিলি সেতু তৈরির কাজ শেষ"। আনন্দবাজার পত্রিকা। ২৯ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২০।
- ↑ ক খ "সেতু দেখে মনে পড়ল ছেলেবেলা"। আনন্দবাজার পত্রিকা। ১১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ "বিকল্প তৈরির কাজ থমকেই, ছুটি পাচ্ছে না জুবিলি সেতু"। আনন্দবাজার প্রত্রিকা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।