সময় টিভি
সময় টিভি হচ্ছে বাংলাদেশ থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ২০১১ সালের ১৭ই এপ্রিল সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।[২] বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করে।[৩][৪][৫] একাধিক ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভুয়া সংবাদ প্রকাশে সময় টিভির অবস্থান শীর্ষে।[৬][৭]
সময় টিভি | |
---|---|
উদ্বোধন | ১৭ এপ্রিল ২০১১ |
মালিকানা | সময় মিডিয়া লিমিটেড |
চিত্রের বিন্যাস | ৪:৩, ১৬:৯ (৫৭৬আই, এসডিটিভি, এইচডিটিভি) |
অংশীদারের ভাগ | ৫০% সিটি গ্রুপ[১] |
স্লোগান | সময়ের প্রয়োজনে সময় |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | বাংলাদেশ |
প্রধান কার্যালয় | ৮৯, বীর উত্তম সি.আর. দত্ত সড়ক, ঢাকা, বাংলাদেশ |
ওয়েবসাইট | somoynews |
স্ট্রিমিং মিডিয়া | |
somoynews |
সময় টিভি বাংলাদেশের প্রথম টেলিভিশন চ্যানেল হিসেবে ইউটিউবে ১ কোটি সাবস্ক্রাইবার পূরণ করে। বর্তমানে সময় টিভির ২ কোটি ৪০ লক্ষের অধিক সাবস্ক্রাইবার রয়েছে।
ইতিহাস
সময় টিভি ২০০৯ সালের অক্টোবর মাসে সম্প্রচারের জন্য সরকারের অনুমতি পায়।[৮] ২০১০ সালের ১০শে অক্টোবর তারিখে পরীক্ষামূলক সম্প্রচার চালু হয়। বাংলাদেশ সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং তিন টিভি সাংবাদিক নিয়াজ মোরশেদ কাদেরী, তুষার আবদুল্লাহ ও আহমেদ জোবায়েরের নামে সময় টিভির অনুমতিপত্র দেওয়া হয়। পরবর্তীতে ৫০ শতাংশ অংশীদারত্ব হস্তান্তর করা হয় সিটি গ্রুপের ফজলুর রহমানের কাছে।[৯]
২০১৪ সালের ১লা জানুয়ারি তারিখে অজ্ঞাত ব্যক্তি চট্টগ্রামে সময় টিভির একটি গাড়িতে বোমা নিক্ষেপ করে, এতে গাড়ির চালক আহত হয়।[১০] বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হামলার জন্য অভিযুক্ত করা হয়।[১১]
২০১৫ সালের ১লা এপ্রিল বাংলাদেশ পুলিশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে থেকে সময় টিভির সম্প্রচায় সরঞ্জাম জব্দ করে।[১২] ২০১৬ সালের মে মাসে মাদক ব্যবসায়ীরা সময় টিভির কক্সবাজার জেলার সংবাদ প্রতিবেদক সুজাউদ্দিন রুবেলকে মাদক পাচার সম্পর্কিত তার প্রতিবেদনের জন্য লাঞ্ছিত করে।[১৩] ২০১৭ সালের ৩০শে নভেম্বর তারিখে, তৎকালীন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্রের নেতৃত্বে সময় টিভির একজনসহ মোট চার সাংবাদিককে আক্রমণ করে আহত করে।[১৪]
২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সময় টিভির কভারেজ অত্যন্ত বিতর্কিত হয়। সময় টিভির বিরুদ্ধে সরকারী পক্ষপাতিত্বের অভিযোগ আনেন আন্দোলকারী ও বিরোধীরা। ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সময় টিভির কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা করে, এতে প্রায় ১ দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।[১৫]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ আলী রীয়াজ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান (জানুয়ারি ২০২১)। বাংলাদেশে মিডিয়ার মালিক কারা? (পিডিএফ)। ৪৫/১ নিউ ইস্কাটন, ২য় তলা, ঢাকা ১০০০, বাংলাদেশ: সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ। পৃষ্ঠা ৭। আইএসবিএন 978-984-95364-1-3। ২০২২-০৪-১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৩।
- ↑ "About Somoy Media Ltd" [সময় মিডিয়া লিমিটেড সম্পর্কে তথ্য]। সময় টিভি (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "বঙ্গবন্ধু স্যাটেলাইটে বেসরকারি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রচার উদ্বোধন"। দ্য ডেইলি স্টার। ২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ইসলাম, মুহাম্মদ জাহিদুল (২৪ জুলাই ২০১৯)। "Satellite, submarine cable business may open to private sector" [স্যাটেলাইট, সাবমেরিন কেবল ব্যবসা বেসরকারী ক্ষেত্রে খোলা হতে পারে]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ ইসলাম, মুহাম্মদ জাহিদুল (২৩ ডিসেম্বর ২০১৮)। "Local TV channels using Bangabandhu-1 satellite" [বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করা স্থানীয় টিভি চ্যানেল]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ শাকির, আমির (২০২৩-০১-০৭)। "গণমাধ্যমে ভুয়া খবর ২০২২: এবারও শীর্ষে সময় টিভি"। www.boombd.com। ২০২৪-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-০৬।
- ↑ "দেশের গণমাধ্যমে ভুয়া খবরের সংখ্যা বেড়েছে ৩ গুণ"। দ্য ডেইলি স্টার। ১ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪।
- ↑ "13 TV channels await approval" [অনুমোদনের অপেক্ষায় ১৩টি টিভি চ্যানেল]। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা"। দৈনিক প্রথম আলো। ২০২৪-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১১।
- ↑ "চট্টগ্রামে নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা"। সমকাল। ১ জানুয়ারি ২০১৪। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৯।
- ↑ "Somoy TV staff hurt in Ctg blast" [চট্টগ্রামে এক বিস্ফোরণে সময় টিভির কর্মী আহত]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১৪। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Police seize Somoy TV's equipment" [পুলিশ সময় টিভির সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "Yaba traders injure five journalists" [ইয়াবা ব্যবসায়ী পাঁচ সাংবাদিককে আহত করেছে]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৪ মে ২০১৫। ২৮ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "4 journalists beaten up in Pabna" [পাবনায় ৪ সাংবাদিককে পিটিয়ে আহত]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৭। ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ প্রতিবেদকঢাকা, নিজস্ব। "বেসরকারি একাত্তর, সময়সহ ৫ টেলিভিশন স্টেশনে হামলা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৮।