সফিপুর ইউনিয়ন
সফিপুর বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত মুলাদী উপজেলার একটি ইউনিয়ন। যোগাযোগ :
সফিপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে সফিপুর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১′৩১.০০১″ উত্তর ৯০°২২′৫২.০০০″ পূর্ব / ২৩.০২৫২৭৮০৬° উত্তর ৯০.৩৮১১১১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | মুলাদী উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৪,৩০৯ হেক্টর (১০,৬৪৮ একর) |
জনসংখ্যা | |
• মোট | ৩৩,৭২৫ |
• জনঘনত্ব | ৭৮০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ৬৯ ৮৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
পটভূমি
সম্পাদনাঐতিহাসিকদের মতে, ১৬১৫ খ্রিস্টাব্দে মুঘলদের কাছে পরাজয়ের পর, ঈসা খাঁর নেতৃত্বাধীন বারো ভুইঞাদের একজন ফজলউদদ্বীন মুহাম্মদ গাজী (ফজল গাজী) ও তার ছেলে সানাওয়ারুদ্দীন মুহাম্মদ গাজী (সোনা গাজী) এই অঞ্চলে নির্বাসিত হন। জনমুখে বলা হয়, এই অঞ্চলের নাম একজন ইসলাম ধর্ম প্রচারক শাহ মোহাম্মাদ সফিউদ্দিন গাজীর নামে নামকরণ হয়। এই ইউনিয়ন ব্রজমোহন, বালিয়াতলী, সফিপুর, ভেদুরিয়া, চরমালিয়া, বোয়ালিয়া,শের ই বাংলা বন্দর (নমরহাট), কাজীবাড়ী, মুন্সিরহাট,সমিতিরহাট, , চরপদ্মা,পাতারচর, লক্ষ্মীপুর,মাছুয়াখালি ইত্যাদি গ্রাম নিয়ে গঠিত। ১৯৫০ সালে সফিপুরকে ইউনিয়ন করা হয়। এটি মুলাদী উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
এখানে কয়েকটি বিখ্যাত বাজার রয়েছে, তার মধ্যে সোনামুদ্দিন বন্দর, সমিতিরহাট, শের ই বাংলা বন্দর (নমরহাট), মন্তাজপুর, চরপদ্মা মাদ্রাসার বাজার, চরমালিয়া বেপারী হাট বেশ জনপ্রিয়।
আয়তন
সম্পাদনাসফিপুর ইউনিয়নের আয়তন ১০,৬৪৮ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসফিপুর ইউনিয়ন মুলাদী উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মুলাদী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২১নং নির্বাচনী এলাকা বরিশাল-৩ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সফিপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,৭২৫ জন। এর মধ্যে পুরুষ ১৫,৫২৪ জন এবং মহিলা ১৮,২০১ জন। মোট পরিবার ৭,১৩০টি।[১]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সফিপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫০.৯%।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |