সফটওয়্যার কোম্পানি
সফটওয়্যার কোম্পানি হল এমন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যা কম্পিউটার সফটওয়্যারের ডেভলপমেন্ট, রক্ষনাবেক্ষণ, পাবলিকেশন ইত্যাদি কাজ সমূহ সম্পন্ন করে থাকে। এই ক্ষেত্রে বাণিজ্যের যে কোন ধরনের মডেল ব্যবহৃত হতে পারে। একই সাথে এই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সেবা, যেমন প্রশিক্ষণ, ডকুমেন্টেশন এবং পরামর্শ দেয়ার মত বিষযগুলি অন্তর্ভুক্ত হতে পারে।
ইতিহাস
সম্পাদনা"সফটওয়্যার" শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় ১৯৫৩ সালে, তবে ১৯৬০ সালের পর থেকে এটি ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়।[১] এর পূর্বে কম্পিউটারের প্রোগ্রাম তৈরীর কাজ করতে হতো ক্রেতার অথবা UNIVAC এবং আইবিএম নির্দিষ্ট এর মত নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে। কম্পিউটার ইউজেস কোম্পানি হল প্রথম বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে কম্পিউটার সফটওয়্যার এবং সেবা প্রদান করা হয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৫ সালে।[২] ১৯৬০ এর প্রথমদিকে সফটওয়্যার প্রস্ততকারী প্রতিষ্ঠানসমূহ ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। আর এর কিছুদিন আগে থেকেই সর্বসাধারণের মধ্যে কম্পিউটার বিক্রির পরিমাণ বেড়ে যায়। বিশ্ববিদ্যালয়, সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সফরওয়্যারের প্রয়োজন হতে থাকে। এই সময় তৈরী হওয়া সফটওয়্যার সমূহের বেশ কিছু লেখা হয়েছিল নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মচারীদের মাধ্যমে। এর থেকে আবার বেশকিছু বিনামূল্যে দেয়া হয়েছিল ঐ নির্দিষ্ট হার্ডওয়্যার প্রতিষ্ঠান থেকে। আবার কম্পিউটার ইউজেস কোম্পানি (১৯৬৯ সালে প্রতিষ্ঠিত) এর মত বিভিনন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমেও বেশ কিছু সফটওয়্যার তৈরী করিয়ে নেয়া হয়। এই সময়ই কম্পিউটার প্রস্তুকারী প্রতিষ্ঠানসমূহ যন্ত্রাংশের সাথে অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রামিং এনভাইরোনমেন্ট যুক্ত করে দিতে থাকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Paul Niquette (১৯৯৫)। "Softword: Provenance for the Word 'Software'"। adapted from Sophisticated: The Magazine আইএসবিএন ১-৫৮৯২২-২৩৩-৪
- ↑ Elmer C. Kubie (Summer ১৯৯৪)। "Recollections of the first software company"। IEEE Annals of the History of Computing। IEEE Computer Society। 16 (2): 65–71। ডিওআই:10.1109/85.279238।