সন্তোষপুর ইউনিয়ন, সন্দ্বীপ
সন্তোষপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
সন্তোষপুর | |
---|---|
ইউনিয়ন | |
৪নং সন্তোষপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সন্তোষপুর ইউনিয়ন, সন্দ্বীপের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯১°২৭′৫০″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯১.৪৬৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সন্দ্বীপ উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মহিউদ্দিন জাফার |
আয়তন | |
• মোট | ১৭.০২ বর্গকিমি (৬.৫৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২২,৪২০ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৯.৮৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩০০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়নের আয়তন ৪২০৫ একর[১] (১৭.০২ বর্গ কিলোমিটার)। (২০০৭ সালের তথ্য অনুযায়ী)
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সন্তোষপুর ইউনিয়নের লোকসংখ্যা ২২,৪২০ জন। এর মধ্যে পুরুষ ১০,৭৪৫ জন এবং মহিলা ১১,৬৭৫ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসন্দ্বীপ উপজেলার বর্তমান সন্দ্বীপের সর্ব-উত্তরে সন্তোষপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তর-পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও উড়িরচর ইউনিয়ন; দক্ষিণে কালাপানিয়া ইউনিয়ন, আমানউল্যা ইউনিয়ন ও গাছুয়া ইউনিয়ন; পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়ন; উত্তরে সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন এবং পশ্চিমে সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়ন সন্দ্বীপ উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এটি জাতীয় সংসদের ২৮০নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৩ এর অংশ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সন্দ্বীপ থানার আওতাধীন। পুরো ইউনিয়নকে একটি গ্রাম হিসাবে ধরা হলেও এখানে উত্তর পূর্বদিকের ১ ও ২ নং ওয়ার্ড এর কিছু অংশকে বড়তালুক বলে অবহিত করা হয়। এ ইউনিয়ন ৩টি মৌজায় বিভক্ত:
- থাক সন্তোষপুর
- মৌজা সন্তোষপুর
- চর সন্তোষপুর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৩৯.৮৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি বেসরকারি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ স্কুল রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর চর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গাছুয়া সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দ্বীপবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বড় তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দ স্কুল
- বড় তালুক আনন্দ স্কুল
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাউপজেলা সদর থেকে সন্তোষপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সন্দ্বীপ-সন্তোষপুর সড়ক। এছাড়াও দক্ষিণাঞ্চলে যোগাযোগের জন্য সন্তোষপুর-সারিকাইত সড়ক রয়েছে। প্রধান যোগাযোগ মাধ্যম মোটরসাইকেল ও ট্যাক্সি।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়নে ২২টি মসজিদ[৭], ৮টি ঈদগাহ[৮] ও ১টি মন্দির[৯] রয়েছে।
খাল ও নদী
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়নের উত্তরে মেঘনা নদীর মোহনা। এছাড়া ইউনিয়নটি নদী ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এখানে অনেক খাল রয়েছে।[১০]
হাট-বাজার
সম্পাদনাসন্তোষপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মুন্সির হাট।[১১]
দর্শনীয় স্থান
সম্পাদনা- সবুজ চর; ইউনিয়নের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বিশাল জায়গা জুড়ে অবস্থিত।
- খেজুর তলা পিকনিক স্পট; ইউনিয়নের উত্তরে বিশাল জায়গা জুড়ে অবস্থিত।[১২]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ মহিউদ্দিন জাফর[১৩]
- চেয়ারম্যানগণের তালিকা