সত্যেন বসু

ভারতীয় চলচ্চিত্র পরিচালক
(সত্যেন বোস থেকে পুনর্নির্দেশিত)

সত্যেন বসু (২২ জানুয়ারি ১৯১৬ – ৯ জুন ১৯৯৩) ছিলেন ভারতের একজন চলচ্চিত্র পরিচালক। তিনি বাংলা এবং হিন্দি উভয় ভাষার চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে রাত অউর দিন, চলতি কা নাম গাড়ি, দোস্তী, এবং জাগৃতি। ১৯৫৬ সালে জাগৃতি চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার এবং ১৯৬৪ সালে দোস্তী চলচ্চিত্রের জন্য একই পুরস্কার লাভ করে।

সত্যেন বসু
জন্ম
সত্যেন বসু

(১৯১৬-০১-২২)২২ জানুয়ারি ১৯১৬
মৃত্যু৯ জুন ১৯৯৩(1993-06-09) (বয়স ৭৭)
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার
কর্মজীবন১৯৪৯–১৯৮৭
দাম্পত্য সঙ্গীরুবি সেন

বসু চলচ্চিত্রের মধ্যে কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই অফবিট প্রথম চলচ্চিত্র পরিবর্তন (১৯৪৯) দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি ১৯৫৪ সালে হিন্দিতে বাংলা চলচ্চিত্র জাগৃতি নামে পুনর্নির্মাণ করেন।[]

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম ভাষা টীকা
১৯৪৯ পরিবর্তন বাংলা ছবিতে শিশিরবাবুর ভূমিকায় অভিনয় করেছিলেন
১৯৫১ বরযাত্রী বাংলা
১৯৫৩ ভোরে হোয়ে এলো বাংলা
১৯৫৪ পরিচয় হিন্দি
১৯৫৪ জাগৃতি হিন্দি চিত্রনাট্য লিখেছেন
১৯৫৫ রিক্সাওয়ালা বাঙ্গালি
১৯৫৫ বন্দিশ হিন্দি
১৯৫৭ বন্দি হিন্দি
১৯৫৮ চলতি কা নাম গাড়ি হিন্দি
১৯৫৮ সাভেরা হিন্দি
১৯৫৮ সিতারন সে আগে হিন্দি
১৯৬০ গার্ল ফ্রেন্ড হিন্দি
১৯৬০ মাসুম হিন্দি
১৯৬৪ ডাল মে কালা হিন্দি
১৯৬৪ দোস্তী হিন্দি চতুর্থ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেন।[]
১৯৬৬ মেরে লাল হিন্দি
১৯৬৬ আসরা হিন্দি লেখক
১৯৬৭ রাত অউর দিন হিন্দি চিত্রনাট্য লিখেছেন
১৯৬৯ আঁসু বন গায়ে ফুল হিন্দি
১৯৬৯ ওয়াপাস হিন্দি
১৯৭০ জীবন মৃত্য হিন্দি
১৯৭২ আনোখি পেহচান হিন্দি
১৯৭২ মেরে ভাইয়া হিন্দি
১৯৭২ সা-রে-গা-মা-পা হিন্দি
১৯৭৩ জ্যোত জালে হিন্দি
১৯৭৭ মাস্তান দাদা হিন্দি
১৯৭৮ আনমোল তসভীর হিন্দি লেখক
১৯৭৯ সাঁচ কো আঁচ নেহি হিন্দি
১৯৮০ বিন মা কে বাচ্চা হিন্দি
১৯৮০ পায়েল কি ঝঙ্কার হিন্দি
১৯৮২ তুমহারে বিনা হিন্দি
১৯৮৩ ক্যায়া পলাত হিন্দি
১৯৮৭ ওহ দিন আয়েগা হিন্দি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সত্যেন বসু"। চিলড্রেন'স ফিল্ম সোসাইটি, ভারত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১২ 
  2. "4th Moscow International Film Festival (1965)"MIFF। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা