সত্যবাদী রাজা হরিশচন্দ্র
সত্যবাদী রাজা হরিশচন্দ্র (ইংরেজি:Truthful King Harishchandra) হিন্দু পুরাণের উপর ভিত্তি করে প্রথম নীরব কালো এবং সাদা ভারতীয় চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন রুস্তমজী ধোতিওয়ালা এবং প্রযোজনা করেন এলফিনস্টোন বায়োস্কোপ কোম্পানি। এই চলচ্চিত্রটি পরিবেশনা করেন ম্যাডান থিয়েটার্স।[১] ভারতীয় চলচ্চিত্রে রাজা হরিশচন্দ্র (১৯১৩) প্রথম বাংলা রিমেক হিসাবে স্বকৃীত পায়। ১৯১৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি নির্বাক বাংলা চলচ্চিত্র, যা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ভারতীয় চলচ্চিত্র হিসেবে গণ্য হয়।[২] [৩][৪]
সত্যবাদী রাজা হরিশচন্দ্র | |
---|---|
![]() | |
পরিচালক | রুস্তমজী ধোতিওয়ালা |
প্রযোজক | এলফিনস্টোন বায়োস্কোপ |
রচয়িতা | নিত্যাবন্ধু বিদ্যারত্ন |
শ্রেষ্ঠাংশে | মিস সাওয়ারিয়া মিস্টার হুরমুশজী তন্ত্র মিস গহরজান বেহরামশো |
চিত্রগ্রাহক | জ্যোতিষ সরকার |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ব্রিটিশ ভারত |
ভাষা | বাংলা নির্বাক চলচ্চিত্র |
প্লট
সম্পাদনাচলচ্চিত্রটি ভারতীয় পৌরাণিক চরিত্র হরিশচন্দ্রের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রের শুরুতেই রাজা রবি বর্মার আঁকা স্ত্রী-পুত্র সহ হরিশচন্দ্রের একটি চিত্র দেখানো হয়েছে। ধার্মিক রাজা হরিশচন্দ্র কীভাবে বিশ্বামিত্রকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার সম্মানে একে একে তাঁর রাজ্য, স্ত্রী ও সন্তানদের বলিপ্রদান করেন, সেই কাহিনীকে কেন্দ্র করে এই চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রের শেষে হরিশচন্দ্রের সত্য রক্ষার নীতিতে মুগ্ধ দেবতারা তাকে তাঁর পূর্ব গৌরব ও পরিবারকে ফিরিয়ে দেন।
অভিনয়ে
সম্পাদনা- মিস সাওয়ারিয়া
- মিস্টার হুরমুশজী তন্ত্র
- মিস গহরজান
- বেহরামশো
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Bilingual E-archive Digital Platform for Bengal's Cinema"। Bengal Film Archive। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৭।
- ↑ "Satyawadi Raja Harishchandra (1917) | Drama" (ইংরেজি ভাষায়)।
- ↑ Sur ও Goswami 1999, পৃ. 1।
- ↑ Gooptu 2010, পৃ. 16।