সতীনাথ ভাদুড়ীর সাহিত্যকর্ম

সতীনাথ ভাদুড়ী (২৭ সেপ্টেম্বর ১৯০৬ – ৩০ মার্চ ১৯৬৫) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরী (১৯৪৫) তাঁকে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা প্রদান করেছিল। এই গ্রন্থটির জন্যই ১৯৫০ সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ১৯৬৫ সালে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক সাহিত্যকর্মের সংকলনের অংশ হিসেবে ইংরেজিতে অনূদিতও হয়।[১] সতীনাথ ভাদুড়ী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং "চিত্রগুপ্ত" ছদ্মনামেও সাহিত্য রচনা করেন। তাঁর অপর বিখ্যাত উপন্যাস ঢোঁড়াই চরিত মানস (১৯৪৯-৫১) দুই খণ্ডে প্রকাশিত হয়। সতীনাথ ভাদুড়ী বহুপ্রসূ লেখক ছিলেন না। তাঁর উপন্যাস, গল্প-সংকলন ও অন্যান্য রচনা সংকলনের সংখ্যা মাত্র চোদ্দো। বইটি তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপন্যাস অচিন রাগিণী এবং জার্নাল সত্যি ভ্রমণকাহিনী[২]

সতীনাথ ভাদুড়ীর সাহিত্যকর্মের পূর্ণাঙ্গ বিবরণ এই পৃষ্ঠায় দেওয়া হল:[৩][৪]

উপন্যাস সম্পাদনা

শিরোনাম প্রকাশকাল প্রকাশক অতিরিক্ত তথ্য
জাগরী ৪ অক্টোবর, ১৯৪৫ সমবায় পাবলিশার্স, কলকাতা পরবর্তীকালে বেঙ্গল পাবলিশার্স থেকে দ্বিতীয় মুদ্রণ এবং প্রকাশভবন থেকে একাধিক সংস্করণ প্রকাশিত হয়। ১৯৪৮ সালের জুলাই মাসে বেঙ্গল পাবলিশার্স থেকে এই উপন্যাসের একটি কিশোর সংস্করণ প্রকাশিত হয়।
চিত্রগুপ্তের ফাইল সেপ্টেম্বর, ১৯৪৯ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা
ঢোঁড়াই চরিত মানস, প্রথম চরণ ১৯৪৯ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা
ঢোঁড়াই চরিত মানস, দ্বিতীয় চরণ ১৯৫১ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা
অচিন রাগিণী নভেম্বর, ১৯৫৪ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা
সংকট জুন, ১৯৫৭ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা
দিকভ্রান্ত ১৯৬৬ প্রকাশভবন, কলকাতা লেখকের মৃত্যুর পর প্রথম প্রকাশিত হয়।

অনূদিত উপন্যাস সম্পাদনা

শিরোনাম অনুবাদক প্রকাশকাল প্রকাশক অতিরিক্ত তথ্য
জাগরী নারায়ণপ্রসাদ বর্মা জুলাই, ১৯৪৮ বিহার সাহিত্য ভবন, পাটনা বইটির ভূমিকা লিখে দেন সুনীতিকুমার চট্টোপাধ্যায়
দ্য ভিজিল লীলা রায় মার্চ, ১৯৬৫ এশিয়া পাবলিশিং হাউস, কলকাতা ইউনেস্কোর উদ্যোগে প্রকাশিত হয়
ঢোঁড়াই চরিত মানস গঙ্গাধর মধুকর ১৯৭৪

ছোটোগল্প সংকলন সম্পাদনা

শিরোনাম প্রকাশকাল প্রকাশক গল্পসূচি অতিরিক্ত তথ্য
গণনায়ক ১৯৪৮ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা (১) "গণনায়ক",
(২) "বন্যা",
(৩) "আন্টাবাংলা",
(৪) "পঙ্কতিলক",
(৫) "ভূত"।
অপরিচিতা সেপ্টেম্বর, ১৯৫৪ (১) "অপরিচিতা",
(২) "পরিচিতা",
(৩) "ফেরবার পথ",
(৪) "রথের তলে",
(৫) "ষড়যন্ত্র",
(৬) "মামলার রায়",
(৭) "অত্যাবশ্যক",
(৮) "ঈর্ষা"।
চকাচকী অগস্ট, ১৯৫৬ প্রকাশভবন, কলকাতা (১) "চকাচকী",
(২) "বৈয়াকরণ",
(৩) "ডাকাতের মা",
(৪) "বিবেকের গণ্ডী",
(৫) "মুষ্টিযোগ",
(৬) "রাজকবি",
(৭) "মুনাফা ঠাকরুণ"
(৮) "তবে কি"।
পত্রলেখার বাবা মার্চ, ১৯৫৯ প্রকাশভবন, কলকাতা (১) "পত্রলেখার বাবা",
(২) "কম্যান্ডার ইন চিফ",
(৩) "বাহাত্তুরে",
(৪) "কণ্ঠকণ্ডুত্তি",
(৫) "সাঁঝের শীতল",
(৬) "একটি কিংবদন্তীর জন্ম",
(৭) "পূতিগন্ধ",
(৮) "অভিজ্ঞতা"
(৯) "ধস"।
জলভ্রমি এপ্রিল, ১৯৬২ বাকসাহিত্য, কলকাতা (১) "মহিলা ইনচার্জ",
(২) "কৃষ্ণকলি",
(৩) "জলভ্রমি",
(৪) "স্বর্গের স্বাদ",
(৫) "চরণদাস এম.এল.এ.",
(৬) "দাম্পত্য সীমান্তে",
(৭) "দুই অপরাধী",
(৮) "পদাঙ্ক"
(৯) "হিসাবনিকাশ"।
আলোকদৃষ্টি মার্চ, ১৯৬৪ বাকসাহিত্য, কলকাতা (১) "আলোকদৃষ্টি",
(২) "জাদুগণ্ডি",
(৩) "ব্যর্থতপস্যা",
(৪) "পরকীয়া সন-ইন-ল",
(৫) "তিলোত্তমা সংস্কৃতি সংঘ",
(৬) "জোড়কলম",
(৭) "বায়োকেমি",
(৮) "শেষ সংখ্যান",
(৯) "গোঁজ",
(১০) "সরমা"।

জার্নাল সম্পাদনা

শিরোনাম প্রকাশকাল প্রকাশক অতিরিক্ত তথ্য
সত্যি ভ্রমণকাহিনী সেপ্টেম্বর, ১৯৫১ বেঙ্গল পাবলিশার্স, কলকাতা

রচনা-সংকলন সম্পাদনা

  • সতীনাথ বিচিত্রা (কার্তিক, ১৩৭২): প্রকাশভবন থেকে প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্তর্গত রচনাগুলি হল: গল্প - "দিগভ্রান্ত", "মা আম্রফলেষু", "বমিকপালিয়া", "তলানির স্বাদ", "অজাগড়", "রোগী", "ব্লাডপ্রেশার", "একচক্ষু", "একঘণ্টার রাজা", "করদাতা সংঘ জিন্দাবাদ", "রহস্য", "জামাইবাবু", "ওয়ারকোয়ালিটি" ও "আন্তর্জাতিক"; কবিতা - "গোপাল জাগো জাগো", "দিনপঞ্জি", "মোচের লড়াই" ও "মোহনপুরের ছবি"; "মুনাফা ঠাকরুণ" গল্পের নাট্যরূপ "পারবে না ওদের সঙ্গে"; রম্যরচনা ও প্রবন্ধ - "ঢোঁড়াই", "দুইটি খেলা", "সসংকোচ", "আমি কালিদাস", "অনুসন্ধানী", "প্যারিস ও লন্ডন", "ম্যাকরোনির স্মৃতি", "পড়ুয়ার নোট থেকে", "মধুসূচন ও লা ফঁতেন" ও "ইংলণ্ডে গান্ধীজি"।
গ্রন্থাবলি
  • সতীনাথ গ্রন্থাবলী, ৪ খণ্ডে, সম্পাদনা: শঙ্খ ঘোষ ও নির্মল আচার্য, অরুণা প্রকাশনী, কলকাতা (বর্তমানে মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে সতীনাথ ভাদুড়ী রচনাবলী নামে প্রকাশিত)
    • প্রথম খণ্ড (জানুয়ারি, ১৯৭৩): "সতীনাথ ভাদুড়ী: প্রকাশ ও প্রতিষ্ঠা"; উপন্যাস - জাগরী, চিত্রগুপ্তের ফাইল; গল্প - "গণনায়ক", "বন্যা", "আন্টাবাংলা", "পঙ্কতিলক", "ভূত", "অপরিচিতা", "পরিচিতা", "ফেরবার পথ", "রথের তলে", "ষড়যন্ত্র", "মামলার রায়", "অত্যাবশ্যক" ও "ঈর্ষা"; গ্রন্থ প্রসঙ্গ।
    • দ্বিতীয় খণ্ড (জুলাই, ১৯৭৩): "সতীনাথ ভাদুড়ী: নিঃসঙ্গ দীক্ষা" (এখানে ডায়রির উল্লেখ আছে); উপন্যাস: ঢোঁড়াই চরিত মানস, প্রথম ও দ্বিতীয় চরণ; গল্প -"চকাচকী", "বৈয়াকরণ", "ডাকাতের মা", "বিবেকের গণ্ডী", "মুষ্টিযোগ", "রাজকবি", "মুনাফা ঠাকরুণ", "তবে কি", "পত্রলেখার বাবা", "কম্যান্ডার ইন চিফ", "বাহাত্তুরে", "কণ্ঠকণ্ডুত্তি", "সাঁঝের শীতল", "একটি কিংবদন্তীর জন্ম", "পূতিগন্ধ", "অভিজ্ঞতা" ও "ধস"; গ্রন্থ প্রসঙ্গ।
    • তৃতীয় খণ্ড (জুলাই, ১৯৭৪): "সতীনাথ ভাদুড়ী: অসম্পন্ন সাধনা" (এই অংশে লেখকে অলিখিত উপন্যাস জারজ-এর খসড়া মুদ্রিত হয়েছে); উপন্যাস - অচিন রাগিণী, সংকট; গল্প - "মহিলা ইনচার্জ", "কৃষ্ণকলি", "জলভ্রমি", "স্বর্গের স্বাদ", "চরণদাস এম.এল.এ.", "দাম্পত্য সীমান্তে", "দুই অপরাধী", "পদাঙ্ক", "হিসাবনিকাশ", "আলোকদৃষ্টি", "জাদুগণ্ডি", "ব্যর্থতপস্যা", "পরকীয়া সন-ইন-ল", "তিলোত্তমা সংস্কৃতি সংঘ", "জোড়কলম", "বায়োকেমি", "শেষ সংখ্যান", "গোঁজ" ও "সরমা"; গ্রন্থ প্রসঙ্গ।
    • চতুর্থ খণ্ড (অগস্ট, ১৯৭৫): "সতীনাথ ভাদুড়ী: জীবনযাপন"; উপন্যাস - দিগভ্রান্ত; গল্প - "জামাইবাবু", "ওয়ারকোয়ালিটি", "আন্তর্জাতিক", "তলানির স্বাদ", "অজাগড়", "রোগী", "দিগভ্রান্ত", "মা আম্রফলেষু", "ব্লাডপ্রেশার", "একঘণ্টার রাজা", "করদাতা সংঘ জিন্দাবাদ", "বমিকপালিয়া", "একচক্ষু" ও "রহস্য"; নাটক - পারবে না এদের সঙ্গে; প্রবন্ধ - "ইংলণ্ডে গান্ধীজি", "প্যারিস ও লন্ডন", "ম্যাকরোনির স্মৃতি", "পড়ুয়ার নোট থেকে", "হায় রবীন্দ্রনাথ", "উপন্যাস ও ভূগোল", "অনুসন্ধানী", "আমি কালিদাস", "মধুসূচন ও লা ফঁতেন", "সসংকোচ" ও "দুইটি খেলা"; ভ্রমণকাহিনি - সত্যি ভ্রমণকাহিনী; কবিতা - "দিবাস্বপ্ন", "দিনপঞ্জী", "মোচের লড়াই" ও "মোহনপুরের ছবি"; গ্রন্থ প্রসঙ্গ।

প্রবন্ধ সম্পাদনা

সতীনাথ ভাদুড়ীর লেখা প্রবন্ধগুলির প্রথম প্রকাশের সূচি নিচে দেওয়া হল:[৫]

শিরোনাম পত্রিকা সংখ্যা গ্রন্থভুক্তি
"ইংলন্ডে গান্ধীজি" নবশক্তি ৪ ভাদ্র, ১৩৩৮ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"প্যারিস ও লন্ডন" দেশ শারদীয়, ১৩৫৭ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"ম্যাকারোনির স্মৃতি" দেশ ৩ জ্যৈষ্ঠ, ১৩৫৯ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"পড়ুয়ার নোট থেকে" দেশ ৩০ আষাঢ়, ১৩৬২ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"হায় রবীন্দ্রনাথ" সাহিত্যের খবর তৃতীয় বর্ষ, প্রথম সংখ্যা সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"উপন্যাস ও ভূগোল" সাহিত্যের খবর বৈশাখ, ১৩৬৬ সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"অনুসন্ধানী" দেশ ২৫ বৈশাখ, ১৩৬৬ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"আমি ও কালিদাস" দেশ ৩ বৈশাখ, ১৩৬৭ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"মধুসূদন ও লা ফঁতেন" দেশ ৩০ পৌষ, ১৩৬৭ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড
"সসংকোচে" দেশ ১ আষাঢ়, ১৩৬৯ সতীনাথ বিচিত্রা
সতীনাথ গ্রন্থাবলী, চতুর্থ খণ্ড

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দ্য ভিজিল [জাগরী]" 
  2. কালের প্রতিমা: বাংলা উপন্যাসের পঁচাত্তর বছর (১৯২৩-১৯৯৭), অরুণকুমার মুখোপাধ্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ১২৮
  3. কালের প্রতিমা: বাংলা উপন্যাসের পঁচাত্তর বছর (১৯২৩-১৯৯৭), অরুণকুমার মুখোপাধ্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ১৪৪
  4. "গ্রন্থপঞ্জি", ভারতীয় সাহিত্যকার পুস্তকমালা: সতীনাথ ভাদুড়ী, স্বস্তি মণ্ডল, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ২০০২ সংস্করণ, পৃ. ৭৭-৮০
  5. ভারতীয় সাহিত্যকার পুস্তকমালা: সতীনাথ ভাদুড়ী, স্বস্তি মণ্ডল, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ২০০২ সংস্করণ, পৃ. ৭৬