সংসদ বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশের রাষ্ট্রীয় সংসদ বিষয়ক টিভি চ্যানেল

সংসদ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ সরকারের একটি নিজস্ব চ্যানেল যেখানে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম দেখানো হয়। এটি ২৫ জানুয়ারি ২০১১ হতে সম্প্রচার শুরু করে।[] বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সমঝোতা চুক্তির ভিত্তিতে চলছে চ্যানেলটি।[]

সংসদ বাংলাদেশ টেলিভিশন
উদ্বোধন২৫ জানুয়ারি ২০১১
মালিকানাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চিত্রের বিন্যাসএইচডিটিভি
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা
প্রচারের স্থানজাতীয় ও আন্তর্জাতিক
প্রধান কার্যালয়রামপুরা, ঢাকা
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বিটিভি, বিটিভি নিউজবিটিভি চট্টগ্রাম

চ্যানেলটি বাংলাদেশের জাতীয় সংসদ থেকে সরাসরি সম্প্রচারিত হয়।[] চ্যানেলের দৈনিক সম্প্রচারের শেষ দুই ঘণ্টায় অন্যান্য অনুষ্ঠান, যেমন শিক্ষামূলক এবং উন্নয়ন সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচারিত হয়। সংসদ অধিবেশন না থাকলে সংসদ টেলিভিশন প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা (বাংলাদেশ সময়) পর্যন্ত সম্প্রচারিত হয়। চ্যানেলটি তথ্য মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয় এবং একটি টেরিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল। এটি একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও।

অনুষ্ঠানসমূহ

সম্পাদনা

সংসদ অধিবেশন চলাকালে পুরো কার্যক্রম এ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। তবে সংসদ অধিবেশন বন্ধ থাকলে প্রতিদিন সন্ধ্যা ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্নয়ন ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

সম্প্রচার মাধ্যম সমূহ

সম্পাদনা

ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার: শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্র থেকে
স্যাটেলাইট সম্প্রচার: দেশব্যাপী ও দেশের বাইরে।
ইন্টারনেট সম্প্রচার: অফিশিয়াল সম্প্রচার মাধ্যম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা